#বালাসোর: কয়েক ঘণ্টা পরেই প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দিল্লির রাজপথে ভারতীয় সেনা বাহিনীর কুচকাওয়াজ, চাক্ষুস করবেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা৷ তার আগে সোমবার দুপুরে ভারত আকাশসীমা প্রতিরক্ষায় বড় সাফল্য পেল৷ এদিন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) পরীক্ষামূলক ভাবে আকাশ-এনজি (Akash-NG, New Generation) ক্ষেপণাস্ত্রের সফল ও 'নিখুঁত' উৎক্ষেপণ করল৷
আকাশ একটি মাঝারি পাল্লার (পাল্লা ৩০ কিলোমিটার, সর্বাধিক ৭০ কিমি পর্যন্ত) 'সারফেস-টু-এয়ার মিসাইল', ভূমি থেকে আকাশে যা নির্ভুল নিশানায় লক্ষ্যভেদ করতে পারে৷ ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও-র তত্ত্বাবধানে এই ক্ষেপণাস্ত্র বানিয়েছে ভারত ডায়নামিক্স লিমিটেড ও ভারত ইলেকট্রনিক্স লিমিটেড৷ এদিন দুপুর আড়াইটে নাগাদ ওড়িশার অন্তর্গত বালাসোর লঞ্চিং প্যাড থেকে আকাশ উৎক্ষেপণ করা হয়৷ ডিআরডিও বলছে, আকাশ নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করেছে একেবারে 'টেক্সটবুক প্রিসিশন' (নিখুঁত নিশানা) মেনে৷
Successful Maiden Test Launch of Akash-NG Missile - A new generation Surface to Air Missile meant for use by Indian Air Force with the aim of intercepting high manoeuvring and low RCS aerial threats.https://t.co/I89HKSs0C0 pic.twitter.com/guauzU24kA
— DRDO (@DRDO_India) January 25, 2021
৭২০ কিলোগ্রাম ওজনের আকাশ সুপারসনিক গতিতে ছুটতে পারে৷ এর আগে ভারত আকাশের আরও দু'টি সংস্করণের (আকাশ ওয়ানএস, আকাশ মার্ক-টু) সফল উৎক্ষেপণ করেছিল৷ আকাশ-এনজি এর মধ্যে আধুনিকতম৷ বিশেষজ্ঞদের মতো ভারতের এই মিসাইলই চিনের চোখ মাথায় তুলে দিয়েছে৷ লাদাখেও এই মিসাই সিস্টেম মোতায়েনের ভাবনায় রয়েছে ভারত৷ রাশিয়ান ক্ষেপণাস্ত্রকে পাল্লা দিতে পারা আকাশই ভবিষ্যতে আকাশসীমা প্রতিরক্ষায় ভারতের তুরুপের তাস হবে৷