#বরেলি: ঘটনাস্থল উত্তরপ্রদেশ । প্রায়শই অসামাজিক ও অপরাধমূলক কাজকর্মের জন্য এই রাজ্য সংবাদের শিরোনামে উঠে আসে । তবে এ বার সেই রাজ্যেই অন্যায়ের প্রতিবাদে এক নারীর রুখে দাঁড়ানোর ঘটনা তাক লাগিয়ে দিল ।
বিয়ের আসরে, সকলের সামনেই হবু কনে’কে নাচার জন্য জোর জবরদস্তি করেছিল বরের বন্ধুরা । সেই অপমানেই বিয়ে করতে অস্বীকার করলেন স্বয়ং কনে । ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বরেলিতে । কনের বাড়ি কৌনজ জেলায়। সেখান থেকে বিয়ে করতে বরেলিতে এসেছিলেন ওই তরুণী । সেখানেই ছিল তাঁর হবু স্বামীর বাড়ি ।
বর-কনে দু’জনেই পোস্ট-গ্র্যাজুয়েট । বিয়ের সবকিছুই ঠিকঠাক চলছিল । গোল বাঁধল যখন বরের কিছু বন্ধু কনেকে নাচের আসরে আসতে বাধ্য করে । এমনকি তাঁকে জোর করা হয় বলেও দাবি কনেপক্ষের । এ নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল গন্ডগোল বাঁধে । এরপরেই বিয়ে করতে অস্বীকার করেন ওই তরুণী । তরুণীর বাবা জানিয়েছেন, যে স্বামী তাঁর হবু স্ত্রী’র প্রাপ্য সম্মান দিতে পারেন না, সেখানে তাঁর বিয়ের বিয়ে দিতে রাজি নন তিনি । এরপরেই বিয়ে বাতিল করে বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নেয় কনেপক্ষ ।
শুধু তাই নয় পুলিশের কাছে এ নিয়ে অভিযোগও দায়ের করেছেন ওই তরুণী ও তাঁর পরিবার । বরপক্ষের বিরুদ্ধে বিপুল পরিমাণ পণ নেওয়ার অভিযোগও করা হয়েছে । শেষ পর্যন্ত পুলিশের মধ্যস্থতায় বরপক্ষ সাড়ে ৬ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, নিজেদের আচরণের জন্য ক্ষমা চেয়ে নিয়ে সাধারণ ভাবে ফের বিয়ে দেওয়ার জন্য কনেপক্ষের কাছে আর্জি জানিয়েছিল বরপক্ষ । কিন্তু বিয়ে করতে রাজি হননি ওই তরুণী ।