#ভুবনেশ্বর: ভুবনেশ্বরের KIIT বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শুরু হল তৃতীয় কলিঙ্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৷ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (FTII)-র নবনিযুক্ত চেয়ারপার্সন অনুপম খের ৷
ফিল্ম নিয়ে যারা পড়াশোনা করছেন বা যারা ফিল্মেই কেরিয়ার গড়তে চান, তাদের উদ্দেশ্যে অনুপম খের এদিন বলেন,
KIIT ফিল্ম সোসাইটি এবং KIIT স্কুল অফ ফিল্ম অ্যান্ড মিডিয়া সায়েন্সেস যৌথভাবে এবারের কলিঙ্গ চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে ৷ তিন দিন ব্যাপী এই চলচ্চিত্র উৎসবে ভারতীয় এবং বিদেশি ছবি মিলিয়ে মোট ২৫টি ছবি দেখানো হবে ৷ পরিচালক সাত্বিক মোহান্তির ‘রাঁচী ডায়রিস’ ছিল এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি ৷ এছাড়া ফরাসী ‘ক্লো’, ভিয়েতনামের ‘জ্যাকপট’-এর মতো দেশ-বিদেশের দুর্দান্ত কিছু ছবি দেখানো হবে এই ফিল্ম উৎসবে ৷