• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • বিজেপি বিধায়কের শাসানিতে প্রকাশ্যে কেঁদে ফেললেন IPS অফিসার

বিজেপি বিধায়কের শাসানিতে প্রকাশ্যে কেঁদে ফেললেন IPS অফিসার

বিজেপি বিধায়কের ধমকানিতে প্রকাশ্যে কেঁদে ফেললেন মহিলা IPS অফিসার

বিজেপি বিধায়কের ধমকানিতে প্রকাশ্যে কেঁদে ফেললেন মহিলা IPS অফিসার

বিজেপি বিধায়কের ধমকানিতে প্রকাশ্যে কেঁদে ফেললেন মহিলা IPS অফিসার

 • Share this:

  #গোরখপুর: বিজেপি বিধায়কের ধমকানিতে প্রকাশ্যে কেঁদে ফেললেন মহিলা IPS অফিসার ৷ রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরখপুরে। ঘটনাস্থলে উপস্থিত এক সাংবাদিক ঘটনার ভিডিও রেকর্ডিং করে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি ৷

  ২০১৩-র ব্যাচের আইপিএস অফিসার চারু নিগম। গতকাল গোরখপুরের কোহিলা গ্রামের মহিলারা রাস্তা অবরোধ করে অবৈধ মদ বিক্রির প্রতিবাদ জানাচ্ছিলেন ৷ তাদের অভিযোগ, পুলিশ ও প্রশাসনসব জেনেও কোনও পদক্ষেপ নিচ্ছে না ৷

  এলাকায় উত্তেজনা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ এরপর পুলিশ ও মহিলাদের মধ্যে বচসা ও তর্কাতর্কি শুরু হয় ৷ পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে বিক্ষোভকারীরা ৷ পরিস্থিতি সামাল দিতে লাঠি চার্জ শুরু করে পুলিশে ৷ লাঠিচার্জে বেশ কয়েকজন মহিলা আহত হয়েছে বলে জানা গিয়েছে ৷

  খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোরখপুরের বিধায়ক তথা ওই এলাকার নামী চিকিৎসক বলে পরিচিত ডাঃ রাধামোহন দাস আগরওয়াল। পুলিশকে সাহায্যের বদলে তাদের ধমকাতে থাকেন তিনি ৷ প্রকাশ্যে আইপিএস অফিসার চারু নিগম নিজের ‘লিমিট না ক্রস’ করার হুমকিও দেন ৷ ভিডিওতে আঙুল তুলে আপিএস অফিসারকে শাসাতে দেখা যায় বিজেপি বিধায়ককে ৷ ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘ম্যায় আপসে বাত নহি কর রহা হুঁ… মুঝে তুম কুচ না বাতাও। চুপ রহ তুম ! বরদাস্ত কে বাহার মাত যাও।’

  আপিএস অফিসার জানান, ‘আমি এখানকার অফিসার ইনচার্জ ৷ আমি জানি আমি কী করছি৷’ এরপর সেখানে সিনিয়র এক আধিকারিকএ এলে তাঁর পেছনে দাঁড়িয়ে ওই মহিলা আধিকারিককে নিজের পকেট থেকে রুমাল বার করে চোখ মুছতে দেখা যায়।

  পরে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে বিজেপি বিধায়ক জানান যে তিনি আইপিএস আধিকারিকের সঙ্গে কোনও খারাপ ব্যবহার করেননি ৷

  First published: