#লখনউ: গাধা পিটিয়ে ঘোড়া করার প্রবাদ আছে বটে। কিন্তু গাছ খাওয়ার অপরাধে জেলে পুরে শাস্তির নজির কি আছে? উত্তরপ্রদেশের জালাউনে জেল আধিকারিকদের পোঁতা দামি গাছ খাওয়ার শাস্তি হিসেবে চারদিন জেলবন্দি থাকতে হল আটটি গাধাকে। অবশেষে স্থানীয় এক বিজেপি নেতার হস্তক্ষেপে হাজতমুক্তি হল তাদের।
রোজ রোজ একই খাবার। মালিকের দেওয়া একঘেয়ে মেনু। মুখে বোধহয় অরুচি ধরেছিল। তাই একটু স্বাদবদল আর কি!.. যেই না একটু দামি গাছ পড়ল চোখে, অমনি মনের সুখে তা চিবিয়ে উদরস্থ। কিন্তু গাছগুলির মালিক যে জেল আধিকারিকরাই তা কি আর জানত গর্দভবাহিনী? পাঁচ লক্ষ টাকার গাছ খাওয়ার অপরাধের শাস্তি তো পেতেই হবে। আট গাধাকে ধরে জেলেই ঢুকিয়ে দিয়েছিল পুলিশ। আজবকাণ্ড উত্তরপ্রদেশের জালাউনের উড়াইয়ের।
গাধাদের হন্যে হয়ে খুঁজছিলেন মালিক কমলেশ। অবশেষে খবর আসে,হাজতবাস করছে তারা। বন্দিদের ছাড়াতে শেষমেশ উদ্যোগী হন স্থানীয় বিজেপি নেতা। তাঁর জামিনেই ছাড়া পায় চারপেয়ে বন্দিরা।
হাজতে গাধারা কী শিক্ষা পেয়েছে তা জানার উপায় নেই। কিন্তু স্থানীয়সূত্রে খবর, গাছ দেখলেই মুখ ঘুরিয়ে নিচ্ছে সংশোধিত গাধার দল।