#নয়াদিল্লি: প্রথমবার ভারত সফরে ডোনাল্ড ট্রাম্প৷ ট্রাম্পের সফর ঘিরে তৈরি হয়েছে অনেক আশা৷ তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরে যে বাণিজ্য চুক্তির আশা ছিল, তা নিয়ে রীতিমত ধোঁয়াশা তৈরি হয়েছে৷ নভেম্বরে আসন্ন মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনের আগে তা হবে কিনা, তাও স্পষ্ট নয়৷ সরকারিভাবে তেমনই জানানো হয়েছে৷ ২৪-২৫ ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর ঘিরে বেশ কিছু দ্বিপাক্ষিত চুক্তির কথা উঠে এসেছিল৷ সেই মতো তৈরি হচ্ছিল নয়াদিল্লিও৷ যদিও মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন যে ভারতের সঙ্গে এক বড়সড় বাণিজ্যিক চুক্তি হতে চলেছে আমেরিকার৷ তবে সেটা কবে হবে, তা এখনও নিশ্চিত নয়৷
নিজের ভারত সফরের আগে ট্রাম্প সরাসরি জানিয়েছেন যে ভারতে আমরা ভাল আচরণ পাই না! এতেই খটকা লেগেছে কূটনীতিকদের৷ বাণিজ্য বা অন্যান্য চুক্তি নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন তাঁরা৷ মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে যেখানে কোন ত্রুটি রাখছে না ভারত, সেখানে ট্রাম্পের এমন মন্তব্যে তৈরি হয়েছে ধোঁয়াশা৷
যদিও ট্রাম্প বলেছেন যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুবই পছন্দ করেন৷ মোদির থেকেই তিনি জেনেছেন যে তাঁকে স্বাগত জানাতে প্রায় ৭০লক্ষ মানুষ হাজির থাকবেন বিমানবন্দরে৷ এতে খুবই উচ্ছ্বসিত ট্রাম্প৷ তাঁর প্রথম ভারত সফর বেশ তাৎপর্যপূর্ণ হবে বলে মত মার্কিন প্রেসিডেন্টের৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Donald Trump, Narendra Modi, ডোনাল্ড ট্রাম্প