#ওয়াশিংটন: সপ্তদশ লোকসভা নির্বাচনে মোদির অভাবনীয় সাফল্যে অভিনন্দন জানিয়েছেন বিশ্বের রাষ্ট্রনেতারা। গতকাল দ্বিতীয়বার ক্ষমতায় ফিরেছে মোদি সরকার ও তারপরই ট্যুইটারে মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
অভূতপূর্ব সাফল্যের জন্য নরেন্দ্র মোদি ও বিজেপিকে শুভেচ্ছা, বার্তা ট্রাম্পের ।
Congratulations to Prime Minister @NarendraModi and his BJP party on their BIG election victory! Great things are in store for the US-India partnership with the return of PM Modi at the helm. I look forward to continuing our important work together!
— Donald J. Trump (@realDonaldTrump) May 23, 2019
পাশাপাশি তিনি জানিয়েছেন ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের জন্যও এটি ভাল খবর ও বৈদেশিক স্তরেও আরও ভাল কাজ করতে আগ্রহী তিনি ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Donald Trump, Lok Sabha elections 2019, Narendra Modi