Home /News /national /
দু’‌সপ্তাহ ধরে মুখ বাঁধা কুকুরের!‌ কেরলে ফের জঘন্য পশু নির্যাতনের ছবি

দু’‌সপ্তাহ ধরে মুখ বাঁধা কুকুরের!‌ কেরলে ফের জঘন্য পশু নির্যাতনের ছবি

এই কুকুরটিই নির্যাতনের শিকার হয়েছে।

এই কুকুরটিই নির্যাতনের শিকার হয়েছে।

এমন ভাবে শক্ত করে তার মুখ বাঁধা ছিল যে টেপ চামড়া কেটে বসে গিয়েছিল। মাংস বেরিয়ে এসেছিল মুখের

 • Share this:

  #‌তিরুঅনন্তপুরম: কেরলের হস্তিনী হত্যার ঘটনা আলাদা কিছু নয়। ঘটনার কয়েকদিনের মাথায় আবারও একটি পশু নির্যাতনের ছবি সামনে আসায় কেঁপে উঠছে দেশ। এমনও হতে পারে?‌

  দু’‌সপ্তাহ আগে থিসুরের পশু সুরক্ষা ও নিরাপত্তা পরিষেবা কেন্দ্রের একটি ফোন আসে। যেখানে বলা হয়, উল্লুরে একটি কুকুর রাস্তায় মুখ বাঁধা অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। খেতে পারছে না, জলও মুখে নিতে পারছে না। জানানো হয়, একটি লাল রঙের টেপ দিয়ে কুকুরের মুখ আটকে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে এই অবস্থায় থাকার কারণে কুকুরটি ভয়ানক যন্ত্রণায় রয়েছে।

  সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। সেই জলের এই সদস্য জানিয়েছেন, কুকুরের বয়স তিন বছর। তাঁরা প্রথমে কুকুরটিকে দেখে মনে করেছিলেন, তার মুখ বাঁধা একটি টেপ দিয়ে। কিন্তু না, পরে পরীক্ষা করে দেখা যায়, একাধিক টেপ দিয়ে শক্ত করে কুকুরের মুখ বাঁধা রয়েছে। এতটাই শক্ত করা হয়েছে যে কুকুরটির মুখে টেপটি বসে গিয়েছে। গভীর ক্ষত তৈরি হয়েছে। এই কারণে হয়ত দীর্ঘদিন কুকুরটি খেতেও পারেনি। খুলে দেওয়ার পর চিকিৎসা শুরু করার মুহূর্তেই কুকুরটি নাকি একসঙ্গে দু’‌লিটার জল খায়। চিকিৎসায়ও সাহায্য করে সে। কিন্তু এমন ভাবে শক্ত করে তার মুখ বাঁধা ছিল যে টেপ চামড়া কেটে বসে গিয়েছিল। মাংস বেরিয়ে এসেছিল মুখের।

  আহত অবস্থায় উদ্ধার করার পর কুকুরটিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে কুকুরটির চিকিৎসা করা হয়। প্রাথমিকভাবে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। আপাতত সেটি সুস্থ অবস্থায় আছে। কারণ, কুকুর দীর্ঘদিন অভুক্ত থেকেও বেঁচে থাকতে পারে। তবে উদ্ধারকারী দলের পক্ষ থেকে বলা হয়েছে, সম্ভবত একটি পোষা কুকুর, কারণ এর কলার আছে। মনে করা হচ্ছে, ক্রমাগত ডাকার অপরাধেই তাঁর মুখ বেঁধে এমন শাস্তি দিয়েছে কেউ!‌

   (Inputs from News18 Malayalam)

  Published by:Uddalak Bhattacharya
  First published:

  Tags: Dog, Dogrescue, Kerala

  পরবর্তী খবর