লুসি মা হচ্ছে, কিছুদিন বাদেই বাড়িতে আসছে নতুন অতিথি আর তাই প্রথা মেনে সন্তানসম্ভবা লুসির সাধভক্ষণের অনুষ্ঠানের আয়োজন করলেন লুসির মা, বাবা। এই পর্যন্ত শুনে নিশ্চয়ই ভাবছেন, এ আর নতুন কী? ভারতের নানা প্রান্তে সেই কোন যুগ থেকেই তো সাধের অনুষ্ঠান হয়ে আসছে। কিন্তু ভাবুন তো, মানুষ নয়, কুকুরের জন্য সাধের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এমনটা দেখেছেন বা শুনেছেন কখনও?
বাস্তবে তেমনটাই হল! পোষ্য কুকুরের জন্য সাধের অনুষ্ঠানের আয়োজন করল মানুষ মা-বাবা, আর সেই আদরেরে পোষ্যই লুসি। অনুষ্ঠানের দিন সকালে সবুজ রঙের ফ্রক পরিয়ে সাজিয়ে দেওয়া হয় লুসিকে, মা-বাবা তার মাথায় বেঁধে দেন কারুকাজ করা একটি ফিতে। তারপর লুসিকে নিয়ে যাওয়া হয় অনুষ্ঠানস্থলে, আদর করে বসানো হয় ফুল দিয়ে সাজানো একটি দোলনায়। মহিলারা প্রদীপ জ্বালিয়ে তাকে বরণ করেন। তারপর ছিল জমজমাট খাওয়াদাওয়ার পর্ব! এরপর শুরু হয় ফটোসেশন। পরিবারের সদস্যরা লুসির পাশে দাঁড়িয়ে ছবি তোলেন।
লুসির সাধের অনুষ্ঠানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল। নেটিজেনরা হবু মা লুসিকে প্রাণভরা শুভেচ্ছা জানিয়েছেন, মা ও গর্ভস্থ সন্তানের সুস্বাস্থ্য কামনা করেছেন। এহেন অভিনব অনুষ্ঠানের জন্য লুসির বাবা-মাকেও অভিবাদন জানিয়েছে নেট দুনিয়া।