#মুম্বই: সোশ্যাল মিডিয়ার সৌজন্যে প্রতিদিনই অবাক হতে হয়৷ কিছু না কিছু এমন জিনিস দেখতে পাওয়া যায়, যা হয়তো দেখলে থমকে যেতে হয়৷ এবার ফেসবুকে ভাইরাল হল এমন এক ভিডিও যা কুকুরপ্রেমীদের মন ভাল করে দেবে সেকেন্ডে৷ সম্ভবত শিরোনাম পরেই তাঁরা বুঝে গিয়েছেন যে, এই প্রতিবেদনের মধ্যে কোন ভিডিও রয়েছে৷
মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে ঢোকার প্রধান ফটকের সামনে বসে রয়েছে এক পথকুকুর৷ মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে আসা ভক্তদের সঙ্গে সে নিজের ছোট্ট থাবা দিয়ে 'আশীর্বাদ' করছে৷ কখনও আবার 'হ্যান্ডশেক'! তাক লাগিয়ে দেওয়ার মতো এই ভিডিওটি ফেসবুকে পোস্ট করেছেন অরুণ লিমাদিয়া৷
শেয়ার করার সঙ্গে সঙ্গেই ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায় ভিডিওটি৷ সোশ্যাল মিডিয়া মজেছে এই ভিডিও-তে৷ অরুণ আরও একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে দেখা যাচ্ছে এক ভক্ত মন্দির থেকে বেরিয়ে এসে কুকুরের সামনে মাথা নত হয়ে প্রমাণ করলেন৷ কুকুরটি তাঁকে আশীর্বাদ করে৷ সেই ব্যক্তি কুকুরের মাথায় নিজের ঠোঁট ছুঁইয়ে তাকে আদর করে৷