corona virus btn
corona virus btn
Loading

সিংহ-সিংহীর নিভৃত প্রেমালাপে বাধ সাধল ‘কুকুর’, তেড়ে গিয়ে যা করল, ভিডিও মুহূর্তেই ভাইরাল

সিংহ-সিংহীর নিভৃত প্রেমালাপে বাধ সাধল ‘কুকুর’, তেড়ে গিয়ে যা করল, ভিডিও মুহূর্তেই ভাইরাল

ভাইরাল এই ভিডিও

  • Share this:

#নয়াদিল্লি: সিংহ জঙ্গলের রাজা, এরকমই সকলের ধারণা বা পড়াশুনো করার সময়েও সকলেই এরকমই পড়েছেন ৷ সেই সিংহই নাকি এক কোণে! এক জায়গায় হাজির ছিল একটা নয় দু -দুটো সিংহ ৷ একটি সিংহ ও সিংহী ঘাসের খোলা প্রান্তরে বসে একান্ত সময় কাটাচ্ছিল ৷ সেখানেই হাজির হল একটি কুকুর ৷ দলবল নিয়ে নয় -একেবারে একা ৷ কিন্তু তাতে কী , ‘মেজাজটাই তো আসল রাজা’- বলেও  একটা কথা আছে ৷ নিজের সব সাহসে ভর দিয়ে ঘেউ ঘেউ করে ও সিংহ-সিংহীর দিকে তেড়ে যায় তারা ৷

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার নিজের সোশ্যাল হ্যান্ডেলে এই ভিডিওটি শেয়ার করেছেন ৷ আর ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়েছে ৷ জঙ্গলে আরাম করছিল ৷ আর চিৎকার করতে করতে হাওয়ায় উড়ন্ত এসে সিংহদের আক্রমণ করল সে ৷ ১৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে ল্যাজ গুটিয়ে কোনওরকমে পালাচ্ছে সিংহ ও সিংহী ৷

দেখে নিন সেই ভিডিও

সুশান্ত নন্দা ভিডিও-র ক্যাপশনে লিখেছেন, ‘আত্মবিশ্বাস একটা সুপার পাওয়ার , একবার যখন আপনি নিজের ওপর বিশ্বাস করতে থাকেন তখন জাদু হয় ৷’

আরও পড়ুন - সুপারমার্কেট থেকে কিনে আনা হল আলুর বস্তা, আর তারমধ্যেই ছিল অতিকায় সাপ, তেড়ে গেল শিশুর দিকে...

১১ মার্চ এই ভিডিও শেয়ার হয়েছে ৷ একজন নেটিজেন লিখেছেন, ‘এমন নয় তো কুকুরের করোনা ভাইরাস হয়েছে েরজন্যেই সিংহ ওর থেকে বাঁচার চেষ্টা করছে ৷ আবার একজন লিখেছেন, ‘একে বলে হিম্মত, একবার চেষ্টা করলে যেটা অসম্ভব সেটাও সম্ভব হয়ে যায় ৷ ’

 
Published by: Debalina Datta
First published: March 15, 2020, 7:48 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर