#নয়াদিল্লি: রবিবার অক্সফোর্ড কোভিড ১৯ ভ্যাকসিন কোভিশিল্ডকে অনুমোদন দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া DCGI ৷ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার পর ভারত বায়োটেকের করোনা টিকাকেও ছাড় পত্র দেওয়া হয়েছে ৷ আগামী ১৩ জানুয়ারি থেকেই দেশে শুরু হতে পারে করোনার টিকাকরণ৷ স্বাস্থ্যকর্মী এবং করোনার বিরুদ্ধে সামনের সারিতে থেকে লড়াই করছেন যাঁরা, তাঁদের ভ্যাকসিন পাওয়ার জন্য নাম নথিভুক্ত করার প্রয়োজন নেই৷ ইতিমধ্যেই অগ্রাধিকারের ভিত্তিতে কাদের করোনার টিকা দেওয়া হবে তার ডেটাবেস তৈরি করেছে কেন্দ্র৷
সাধারণ মানুষ কীভাবে টিকা পাবেন সেই বিষয়ে একাধিক প্রশ্ন দেখা দিচ্ছে ৷ সকলের মনেই এখন একটাই প্রশ্ন টিকা জন্য রেজিস্ট্রেশন করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে ৷ ডকুমেন্টের একটি বিস্তারিত লিস্ট তৈরি করেছে মোদি সরকার ৷
আধার/ড্রাইভিং লাইসেন্স/ভোটার আইডি/ প্যান কার্ড/পাসপোর্ট/জব কার্ড/ পেনশন ডকুমেন্ট
হেলথ ইনস্যুরেন্স স্মার্ট কার্ড MPs/MLAs/MLCs আইডি কার্ড ব্যাঙ্ক বা পোস্ট অফিসের পাসবুক কেন্দ্র, রাজ্য বা সরকারি সংস্থার তরফে জারি করা সার্ভিস আইডি কার্ড
এই দুই ভ্যাকসিনের নিয়ন্ত্রিত ব্যবহার সম্পর্কে ছাড়পত্র দেয় বিশেষজ্ঞ কমিটি।কোভিশিল্ড ৭০ শতাংশেরও বেশি নিরাপদ কোভিশিল্ড বলে জানিয়েছে ডিসিজিআই । দুই থেকে আট ডিগ্রি সেন্টিগ্রেডে সংরক্ষণ করা যাবে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনকে। শীঘ্রই মাস ভ্যাকসিনেশনের জন্য এই দুটি ভ্যাকসিন ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে ৷
ভারতের পুণেতে অবস্থিত সেরাম ইনস্টিটিউট কোভিশিল্ড ভ্যাকসিন তৈরি করছে দেশে। সেরাম ইনস্টিটিউট জানিয়েছে, ইতিমধ্যেই ১০০ মিলিয়ন ডোজ তৈরি রয়েছে।