#নয়াদিল্লি: দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের চিকিৎসকেরা দাবি করেছেন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা রোগীদের মধ্যে ভয়ঙ্কর ফাঙ্গাল ইনফেকশন (Fungal Infection) দেখা যাচ্ছে ৷ এর জেরে বহু মানুষের দৃষ্টিশক্তি চলে যাচ্ছে ৷ হাসপাতালের আধিকারিকরা সোমবার এই দাবি করেছেন ৷ হাসপাতালের ENT চিকিৎসকদের কাছে গত ১৫ দিনে প্রায় ১৩টি এরকম কেস এসেছে ৷ এদের মধ্যে প্রায় ৫০ শতাংশ মানুষের চোখের দৃষ্টি চলে গিয়েছে ৷
গত কয়েকদিনে দিল্লিতে ফের করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৷ রবিবার দিল্লিতে কোভিড-১৯ আক্রান্তের ১৯৮৪টি নতুন কেস সামনে এসেছে ৷ তবে সংক্রমণের হার কমে ২.৭৪ শতাংশ হয়েছে৷ দিল্লির স্বাস্থ্য বিভাগের আধিকারিকের দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার মহামারির জেরে আরও ৩৩ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১০,০১৪ হয়ে গিয়েছে ৷
দিল্লিতে ৩ থেকে ৭ই ডিসেম্বরের মধ্যে সংক্রমণের হার লাগাতার কমতে দেখা গিয়েছে ৷ স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে,একদিন আগে কোভিড ১৯-এর ৭২৩৩৫ নমুনা পরীক্ষা করা হয়েছে যার মধ্যে নতুন সংক্রমণে বিষয়ে জানা গিয়েছে ৷ আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৫৬১১ নমুনা পরীক্ষা করা হয়েছে ৷