একটা আমের ওজন হতে পারে ৪ কেজি পর্যন্ত। আঁটির ওজন হবে ১৫০-২০০ গ্রাম। এত বড় আমের কথা শুনে অনেকেই হয়তো অবাক হচ্ছেন!
অনেকেই হয়তো শুনেছেন নুরজাহান আমের কথা। মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলার কাট্টিওয়াড়া এলাকায় এই আমের বেশ কিছু গাছ রয়েছে। নুরজাহান আম ওজন ও চড়া দামের জন্য পরিচিত।
শইবরাজ সিং যাদব নামের এক চাষির বাগানে এই আমের ফলন হয়েছে। তিনি জানিয়েছেন, এবার আবহাওয়া এই আম চাষের জন্য অনুকুল ছিল।
শিবরাজ জানিয়েছেন, গতবার সব থেকে বড় আকারের আমটির ওজন হয়েছিল ৩ কেজি ৮০০ গ্রাম। এবার তাঁর বাগানে ২৫০টির মতো আমের ফলন হবে।
১৫ জুনের মধ্যে বাগানের সব আম পেকে যাবে বলে আশা করছেন শিবরাজ। তিনি জানিয়েছেন, এবার সব থেকে বড় আমের ওজন হবে চার কেজি মতো। সেটি সর্বাধিক ২০০০ টাকায় বিক্রি হতে পারে।
সেই চাষি আরও জানিয়েছেন, এখন থেকেই আমের অর্ডার আসছে। আশেপাশের এলাকার অনেকেই এই আম কেনার জন্য আগ্রহী। দামি হলেও এই আমের চাহিদা তুঙ্গে থাকে প্রতি বছর।
Published by:Suman Majumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।