#চেন্নাই: দীর্ঘ আড়াই মাসের লড়াই শেষ ৷ এবার ফলাফলের পালা ৷ সোমবার শেষ হল পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন ৷ ইন্ডিয়া টিভি-সি ভোটার ছাড়া সমস্ত সংস্থার বুথ ফেরত সমীক্ষায় তামিলনাড়ুতে এগিয়ে ডিএমকে-কংগ্রেস জোট ৷ সেখানে ইন্ডিয়া টিভি-সি ভোটার সমীক্ষার মতে, এবারেও ক্ষমতায় ফিরবে জয়ললিতা সরকার ৷
নিউজ এক্স-চাণক্য বুথ ফেরত সমীক্ষা- এআইডিএমকে- ৯০ ডিএমকে + কংগ্রেস- ১৪০ অন্যান্য- ৪
টাইমস নাউ-সি ভোটার বুথ ফেরত সমীক্ষা- এআইডিএমকে- ১৩৯ ডিএমকে + কংগ্রেস- ৭৮ বিজেপি- ০ অন্যান্য- ১৭
ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথ ফেরত সমীক্ষা- এআইডিএমকে ৮৯-১০১ ডিএমকে ১০৬-১২০ কংগ্রেস- ১৮-২০ বিজেপি- ০-৩ অন্যান্য- ৪-৮
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Exit Polls, Result Out, Tamil Nadu Assembly Election 2016