corona virus btn
corona virus btn
Loading

ডিভোর্স খুব যন্ত্রণার, আমায় থেরাপি নিতে হয়েছিল আর যা জানালেন বলি অভিনেত্রী...

ডিভোর্স খুব যন্ত্রণার, আমায় থেরাপি নিতে হয়েছিল আর যা জানালেন বলি অভিনেত্রী...
Representative Image
  • Share this:

#মুম্বই: প্রেম,তারপর বিয়ে ৷ কিন্তু বছর চারেক যেতে না যেতেই তাদের বিয়ে ভেঙে যায় ৷ নামী নায়িকা ও তাঁর পরিচালক স্বামীর প্রেম শুরু হয় শ্যুটিং ফ্লোরেই ৷ তারপরই বিয়ের সিদ্ধান্ত নেন তারা ৷ কিন্তু ২-৩ বছর ঘুরতে না ঘুরতেই আলাদা থাকার কথা ভাবতে শুরু করেন তারা ৷ কথা হচ্ছে জনপ্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপ ও অভিনেত্রী কালকি কোয়েচলিনের ব্যাপারে ৷

দেব ডি ছবির করার সময় কালকির প্রেমে পড়েন অনুরাগ ৷ তারপরই ২০১১ বিয়ে হয় তাদের ৷ ২০১৫-এ ডিভোর্স ৷ ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি ছবি করার সময়ই কালকি ও অনুরাগের মধ্যে সমস্যা তৈরি হয় ৷ ডিভোর্স চাকালীন দু’জনেই সংবাদমাধ্যমকে এই বিষয়টি জানিয়ে ডিভোর্স নিয়ে তাদের বিরক্ত না করতে অনুরোধ করেছিলেন ৷ ডিভোর্সের পর এতদিনে এই নিয়ে মুখ খুললেন কালকি ৷

কালকি ও তাঁর প্রাক্তন স্বামী অনুরাগ কাশ্যাপ কালকি ও তাঁর প্রাক্তন স্বামী অনুরাগ কাশ্যাপ

কিন্তু এবার তিনি জানালেন যে ডিভোর্স খুবই যন্ত্রণাদায়ক ৷ এবং এর জন্য নিয়মিত থেরাপি নিতে হয়েছিল তাঁকে ৷ এই সময় মানসিক ভাবে নিজেকে শান্ত রাখা খুব প্রয়োজন এবং পাশাপাশি চেনা পরিচিতদের থেকে দূরের মানুষের মতামতও জরুরী ৷ যদিও এরপরও কালকি ও তাঁর প্রাক্তন স্বামী অনুরাগের মধ্যে বন্ধুত্ব বজায় রয়েছে এবং তাঁরা মাঝেমধ্যেই দেখা করেন ৷

First published: March 14, 2019, 9:23 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर