Home /News /national /
ভবানীপুরে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে দাঁড়াচ্ছেন দীপা ?

ভবানীপুরে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে দাঁড়াচ্ছেন দীপা ?

ভবানীপুরে কংগ্রেস প্রার্থী কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে বিড়ম্বনায় প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ৷ এই উত্তর আসন্ন বিধানসভা ভোটে ভবানীপুর কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গত বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকেই জিতেছিলেন তিনি ৷ কংগ্রেসের অন্দরমহলে কান পাতলে উঠে আসছে দুটো নাম- ওমপ্রকাশ মিশ্র ও দীপা দাসমুন্সি ৷

আরও পড়ুন...
 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #নয়াদিল্লি: ভবানীপুরে কংগ্রেস প্রার্থী কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে বিড়ম্বনায় প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ৷ এই উত্তর আসন্ন বিধানসভা ভোটে ভবানীপুর কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গত বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকেই জিতেছিলেন তিনি ৷ কংগ্রেসের অন্দরমহলে কান পাতলে উঠে আসছে দুটো নাম- ওমপ্রকাশ মিশ্র ও দীপা দাসমুন্সি ৷

  দলীয় সূত্রে খবর, ওমপ্রকাশ নিজে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে দাঁড়াতে চাইলেও দলের কর্মীরা বর্তমান মুখ্যমন্ত্রীর প্রতিদ্বন্দ্বী হিসেবে চাইছেন প্রিয়রঞ্জন দাসমুন্সীর ঘরণীকে ৷ যুযুধান দুই নারীর লড়াই বেশি আর্কষক বলে মনে করছে প্রদেশ কংগ্রেস মন্ত্রীরা ৷ দীপা নিজে জানিয়েছেন, সোনিয়াজির অনুমতি পেলেই মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে সম্মুখ সমরে নামতে তৈরি তিনি ৷

  বৃহস্পতিবার দিল্লিতেই হতে চলেছে চুড়ান্ত ফয়সালা ৷ প্রার্থী ঘোষণার অন্তিম পর্বে উঠে আসছে দীপা দাসমুন্সিরই নাম ৷ সোনিয়া গান্ধির সঙ্গে বৈঠক করতে দিল্লি গিয়েছেন দীপা ৷ চুড়ান্ত সম্মতি পেলেই বাংলা দেখবে ভবানীপুর কেন্দ্রে দুই নারীর দ্বৈরথ ৷

  First published:

  Tags: Congress Candidate, Congress Candidate list, Dipa Dasmunsi, Sonia Gandhi, West Bengal Assembly Election, West Bengal Assembly Election 2016

  পরবর্তী খবর