#নয়াদিল্লি: মণিপুরী সংসদীয় কেন্দ্রে ভোটের ফল প্রকাশ পেতে শুরু করার পর থেকেই এক নতুন ইতিহাসের সূত্রপাত সম্ভবত হয়ে গেল বৃহস্পতিবার৷ কারণ, যে কেন্দ্র থেকে নির্বাচিত হতেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব, সেই আসন থেকেই এ বার নির্বাচিত হওয়ার পথে তাঁর পুত্রবধূ ডিম্পল যাদব৷ দুপুরের মধ্যে এই আসনের ফল মোটামুটি পরিস্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে৷
সকালে গণনা শুরু হওয়ার শুরু থেকেই ডিম্পল এগিয়ে ছিলেন ভোটে৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রঘুরাজ সিং শাক্যর থেকে এগিয়ে ছিলেন প্রায় ৩৬ হাজার ভোটে৷ এখনও পর্যন্ত ৬৯ শতাংশের বেশি ভোট পেয়েছেন তিনি৷ মুলায়ম সিং যাদবের প্রয়াণের পর এই আসনটি খালি ছিল৷ সেই আসনে মুলায়ম জিতেছিলেন ৫৪ শতাংশ ভোট নিয়ে, কিন্তু যে দিকে গতি ভোটের ফলের, তাতে প্রায় বিপুল বেশি সংখ্যায় ভোট নিয়ে জিততে চলেছেন ডিম্পল৷
আরও পড়ুন: ভারত জুড়ছেন রাহুল, গুজরাতে খা খা করছে রাজীব গান্ধি ভবন! ভবিতব্য় জানতেন কংগ্রেস নেতারাও
আরও পড়ুন: দিনের শুরু থেকেই ত্রিশঙ্কুর ইঙ্গিত হিমাচলে, এবার কি তবে আরও বড় নাটকের অপেক্ষা?
এ বার উত্তরপ্রদেশের উপ-নির্বাচনে বিজেপি ও সমাজবাদী পার্টির সরাসরি লড়াই হচ্ছে৷ কারণ, বিজেপির বিরুদ্ধে আরএলডি ও সমাজবাজী পার্টি জোটে প্রার্থী দিয়েছে৷ লড়াইয়ে নেই কংগ্রেসও৷
সেই কারণেই লড়াই হচ্ছে সরাসরি৷ কিন্তু নির্বাচনের বিষয়টি নিঃসন্দেহে নতুন করে উত্তরপ্রদেশের রাজনৈতিক সমীকরণকে এক নতুন দিক দেখাবে৷ ভবিষ্যতে উত্তরপ্রদেশের রাজনীতি কোন দিকে গড়াবে তাও অনেকটা নির্ভর করছে এর উপর৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: UttarPradesh