#দিল্লি: বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম তলানিতে ঠেকলে কী হবে, ভারতে রোজই বাড়ছে পেট্রোল- ডিজেলের দাম৷ এবার দাম বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌঁছল যে দিল্লিতে পেট্রোলের থেকে দামি হয়ে গেল ডিজেল! সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, এই প্রথমবার দিল্লিতে ডিজেলের তুলনায় সস্তা হল পেট্রোল৷
এই নিয়ে টানা ১৮ দিন ধরে দেশে একটানা বাড়ল ডিজেলের দাম৷ এ দিন দিল্লিতে প্রতি লিটারে ডিজেলের দাম বেড়েছে ৪৮ পয়সা৷ তবে এ দিন পেট্রোলের দাম আর বাড়েনি৷ যার ফলে দিল্লিতে এক লিটার ডিজেলের দাম দাঁড়িয়েছে ৭৯.৮৮ টাকা৷ আর এক লিটার পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৭৯.৭৬ টাকা৷
করোনা মহামারির জন্য একটানা ৮২ দিন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি পেট্রোল- ডিজেলের দামের পরিবর্তন বন্ধ রেখেছিল৷ ফের ৭ জুন থেকে সেই প্রক্রিয়া শুরু হয়েছে৷ তার পর থেকে একটানা জ্বালানির দাম বেড়েই চলেছে৷
কলকাতায় লিটার পিছু ৪৩ পয়সা বেড়ে ডিজেলের দাম দাঁড়িয়েছে ৭৫.০৬ টাকা৷ আর প্রতি লিটার পেট্রোলের দাম পড়ছে ৮১.৪৫ টাকা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Delhi, Fuel, Petrol-diesel price, Price Hike