• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • DHONI PICTURE WITH SARFARAZ AHMEDS SON WINS PAKISTAN SUPPORTER HEART

ক্রিকেট মানে ‘জেন্টলম্যানস গেম’, এক ছবিতেই প্রমাণ করলেন ধোনি !

খেলা নাকি যুদ্ধ ৷ পাড়ায় পাড়ায় উত্তেজনা ৷ ঠিক যেন বর্ডারের লড়াই বাইশে গজে ৷ উত্তেজনায় ফুটছে গোটা দেশ ৷

খেলা নাকি যুদ্ধ ৷ পাড়ায় পাড়ায় উত্তেজনা ৷ ঠিক যেন বর্ডারের লড়াই বাইশে গজে ৷ উত্তেজনায় ফুটছে গোটা দেশ ৷

 • Share this:

  #নয়াদিল্লি: খেলা নাকি যুদ্ধ ৷ পাড়ায় পাড়ায় উত্তেজনা ৷ ঠিক যেন বর্ডারের লড়াই বাইশে গজে ৷ উত্তেজনায় ফুটছে গোটা দেশ ৷ বাগযুদ্ধ, বদলা, যেন এক শপথ ৷ ঠিক এরই মাঝে ধোনি দেখালেন অন্য ম্যাজিক ৷ আর যে ম্যাজিক আচ্ছন্ন গোটা পাক তথা ক্রিকেটর প্রেমি ৷

  তা এমনকী করলেন মহেন্দ্র সিং ধোনি ? ক্রিকেটের বাইরেও একটা জগত আছে ৷ যেখানে দুই দেশের লড়াই নয়, বরং অনুভূতিরই দেখা মেলে ৷ একদিকে যখন ভারত-পাক ম্যাচ নিয়ে ফুটন্ত দুই দেশের ইয়ং ব্লাড ৷ সেখানে দাঁড়িয়ে ধোনি কোলে তুলে নিলেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদের ছেলেকে। মাহির কোলে সরফরাজ পুত্রর ছবি নিয়ে সোশ্যাল মিডিয়া আপাতত উত্তাল।

  ভারতীয়দের পাশাপাশি পাক সমর্থকরাও বলছেন, দুই সীমানাকে আরও কাছে নিয়ে আসলেন মাহি ৷ দুই দেশের উত্তপ্ত সম্পর্কের মধ্যে এ এক উল্টো ছবি ফুটিয়ে তুললেন ধোনি ৷ ক্রিকেট যে আসলে জেন্ট্যালম্যানস গেম, সেটাই ফের প্রমাণ করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তণ ক্যাপ্টেন ৷

  First published: