#ধানবাদ: শুধু এক রাতের জন্য চাই অন্যের বউকে ! আর তার জন্য যেকোনও মূল্যই দিতে পারেন ধানবাদের পাগল প্রেমিক !
হ্যাঁ, এরকমই এক ঘটনা ঘটল ধানবাদে ৷ যেখানে এক ব্যক্তি পাশের বাড়ির অন্যের বউকে অফার দিলেন রাত কাটানোর ৷ আর এর জন্য মহিলার পরিবারকে ৫০ লক্ষ টাকা দিতে রাজি সেই ব্যক্তি ৷ ব্যক্তির থেকে এই ধরণের কুমন্তব্য শুনে পুলিশের কাছে অভিযোগও করেছে মহিলার স্বামী ৷
পুলিশ জানিয়েছে, ব্যক্তির নাম বিনোদ মন্ডল ৷ বহুদিন ধরেই নাকি পাশের বাড়ির মহিলার দিকে তাঁর কু নজর ছিল ৷ এমনকী, বিনোদ নিজেও বিবাহিত ও এক ছেলের বাবা ৷ মহিলার স্বামীর অভিযোগ অনুযায়ী, সম্প্রতি বাড়িতে এসে বিনোদ ব্ল্যাঙ্ক চেক দেয়, আর বলে ৫০ লক্ষ টাকা নিন ৷ আর বউকে দিয়ে দিন আমার কাছে ৷ সঙ্গে প্রাণনাশের হুমকিও দেয় বিনোদ ওরফে ধানবাদের পাগলপ্রেমিক !
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crime in dhanbad, Dhanbad, Jharkhand Police