#ভোপাল: নিজে ডিজি পদমর্যাদার পুলিশ অফিসার, অথচ তাঁকেই কিনা দেখা গেল নিজের স্ত্রীকে মারধর করতে৷ সেই ভিডিও ভাইরাল হতেই বিপাকে পড়েছেন মধ্যপ্রদেশের এক শীর্ষ পুলিশ কর্তা৷ যদিও তাঁর সাফাই, গোটাটাই পারিবারিক বিবাদ৷ ফলে কোনও অপরাধ করেননি তিনি!
পুরুষোত্তম শর্মা নামে ওই পুলিশকর্তাকে ইতিমধ্যেই ছুটিতে পাঠিয়েছে সরকার৷ ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা গিয়েছে, ১৯৮৬ সালের ব্যাচের আইপিএস অফিসার পুরুষোত্তম শর্মা নিজের স্ত্রীকে ঘরের মেঝেত ফেলে মারধর করছেন৷ ভিডিও-তে ঘরের মধ্যে আরও দু' জন ব্যক্তিকে দেখা গিয়েছে৷ এ ছাড়াও একটি পোষ্য সারমেয়কেও দেখা যায় ভাইরাল হওয়া ওই ভিডিও-য়৷ ভিডিও-তে অবশ্য দেখা গিয়েছে, নিজের হাতের আঘাত দেখিয়ে স্ত্রীর উপরে চিৎকার করছেন ওই পুলিশ আধিকারিক৷
নিজের স্বপক্ষে যুক্তি দিয়ে অভিযুক্ত পুলিশ কর্তা বলেছেন, 'আমি যদি স্ত্রীর উপরে এ ভাবে অত্যাচার চালাতাম তাহলে তো তিনি আগেই আমার বিরুদ্ধে অভিযোগ করতেন৷ আমি কোনও অপরাধী নই বা হিংস্র স্বভাবেরও নই৷ এটা সম্পূর্ণ পারিবারিক বিবাদ, কোনও অপরাধ নয়৷ এই ঘটনাকে কেন্দ্র করে আমি যে পরিস্থিতিতে পড়েছি তা দুর্ভাগ্যজনক৷ আমার স্ত্রীর আমার উপরে নজরদারি চালান৷ বাড়িতে ক্যামেরাও লাগিয়েছেন তিনি৷
সংবাদসংস্থাকে তিনি আরও জানিয়েছেন, তাঁরা ৩২ বছর সংসার করছেন৷ এর আগে ২০০৮ সালেও তাঁর স্ত্রী তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন বলে স্বীকার করেছেন ওই পুলিশ আধিকারিক৷ যদিও তাঁর দাবি, 'অভিযোগ করার পরেও ২০০৮ সালের পর থেকে আমার সঙ্গে আমার বাড়িতেই রয়েছেন আমার স্ত্রী৷ সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেছেন তিনি৷ আমার টাকায় বিদেশেও ঘুরেছেন৷' জানা গিয়েছে, পুরুষোত্তম শর্মা এবং তাঁর বন্ধুর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ার পরেই স্ত্রীকে মারধর শুরু করেন ওই পুলিশ অফিসার৷
এই ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, 'ওই অফিসারকে তাঁর দায়িত্ব থেকে সরানো হয়েছে৷ দায়িত্বশীল পদে থেকেও কেউ যদি বেআইনি কিছু করেন বা আইনকে নিজের হাতে তুলে নেন, সেক্ষেত্রে তাঁর পরিচয় বা পদ না দেখেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে৷'
অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকেও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে অনুরোধ করা হয়েছে৷ চিঠিতে বলা হয়েছে, ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সমাজে ভুল বার্তা যাবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Madhya Pradesh, Viral Video