• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • এই দেশে সাপের কামড় খেলেই ফেরে সৌভাগ্য

এই দেশে সাপের কামড় খেলেই ফেরে সৌভাগ্য

সৌভাগ্যের জন্য অনেক রকম আশ্চর্ষজনক নিয়ম পালন করতে দেখা গিয়েছে দেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে ৷

সৌভাগ্যের জন্য অনেক রকম আশ্চর্ষজনক নিয়ম পালন করতে দেখা গিয়েছে দেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে ৷

সৌভাগ্যের জন্য অনেক রকম আশ্চর্ষজনক নিয়ম পালন করতে দেখা গিয়েছে দেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #জয়পুর: সৌভাগ্যের জন্য অনেক রকম আশ্চর্ষজনক নিয়ম পালন করতে দেখা গিয়েছে দেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে ৷ বৃহস্পতিবার এমনই একটি আশ্চর্য ঘটনার সাক্ষী রইল রাজস্থানে ৷ রাজস্থানে অবস্থিত বীর তেজা মন্দিরে এদিন পালন করা হয় একটি সাপের উৎসব ৷ অনুষ্ঠানে যোগদান দিতে মন্দিরে উপস্থিত হয় প্রায় কয়েকশো ভক্তরা ৷ জীবনে সৌভাগ্য পাওয়ার আশায় সাপের কামড় খেতেও রাজি সবাই ৷

  দেশের বিভিন্ন প্রান্ত থেকে মনস্কামনা পূরণ করতে মন্দিরে উপস্থিত হয়েছিল অনেকেই ৷ রাজস্থান টঙ্ক শহরের বীর তেজা মন্দির ৷ ভগবান শিবের ১১ তম অবতর হলেন তেজা ৷

  হাতে সাপ নিয়ে গানের সঙ্গে নাচতে দেখা গেল পূর্ণ্যাথীদের ৷ সাপের কামড় সমস্ত অসুস্থতা দুর করে ও সুখ শান্তি ফিরিয়ে আনে ৷

  অনুষ্ঠানে উপস্থিত এক পূর্ণ্যাথী জানান যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মানুষ এই অনুষ্ঠানে যোগ দিতে আসেন ৷ তবে সাপের কামড়ে কারোর কিছু হয় না ৷ দীর্ঘদিন ধরে আসা এই প্রথাতে বিপুল ভরসা সকলের ৷ মনে করা হয় সাপের কামড় সমস্ত অসুস্থা দুর করে ৷

  এছাড়া বিশ্বাস করা হয় যে যাদের কুষ্ঠিতে কোনও দোষ আছে তাদের সাপের মাথায় দুধ ডেলে জঙ্গলে ছেড়ে দিতে হয় ৷ এতে তাদের সমস্ত দোষ দুর হয়ে যায় ৷

  First published: