#কলকাতা:আজ রাজ্যে পঞ্চায়েত ভোট। ৩৪ শতাংশ আসনে তৃণমূল ছাড়া অন্য কোনও দলের প্রার্থী না থাকায় ভোট হচ্ছে না। এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনকে একজন সাধারণ জনতা ট্যুইটারে প্রশ্ন করেন, এ'বছর ভোটে এত শতাংশ সিটে তৃণমূলের কোনও প্রতিদ্বন্দী ছিল না কেন? সিপিএম জমানাতেও তো এমন দেখা যায়নি! এর পিছনে কি কোনও বিশেষ কারণ রয়েছে?
উত্তরে ডেরেক তিনটে কারণের কথা জানান। প্রথমত, তৃণমূল স্তরে বিজেপি-সিপিআইএম-কংগ্রেসের প্রাতিষ্ঠানিক কাঠামো কিছু ক্ষেত্রে অত্যন্ত দুর্বল, কিছু ক্ষেত্রে নেই বললেই চলে! দ্বিতীয়ত, গত সাত বছরে গোটা বাঙলায় বিশাল আকারে উন্নয়ন হয়েছে। তৃতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিত্ব।
আরও পড়ুন-অশান্তি নিয়েই পুলিশ-প্রশাসনকে দুষলেন দিলীপ,বললেন ভোটের আগেই শুরু হয়ে গিয়েছে ভোটগণনা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Derek O'Brien, Exit poll result 2018 West Bengal, Live West Bengal Panchayat Poll, Panchayat polls 2018, Panchayat Polls live, Trinamool, West Bengal Panchayat polls 2018, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচন ২০১৮