#রোহতক: রাম রহিমের সাজা ঘোষণা করল আদালত ৷ সোমবার ধর্ষণের মামলায় রাম রহিমের ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ আদালতের ৷ এদিন বিচারপর্ব চলাকালীন সর্বোচ্চ সাজার আবেদন জানিয়েছিল সিবিআই ৷ অন্যদিকে আদালতে লঘু শাস্তির আবেদন করেছে রাম রহিমের আইনজীবী ৷ ‘সমাজিক নানা কাজে জড়িত রাম রহিম ৷ তাকে লঘু শাস্তি দেওয়া হোক’, বিচারককে বললেন রাম রহিমের আইনজীবী ৷ সুনারিয়া জেল লাইব্রেরিতে বসেছে আদালত ৷ ৷ বিচারপর্ব চলাকালীন কান্নায় ভেঙে পড়েন বাবা ৷ আদালতে দাঁড়িয়ে ক্ষমা চান বিচারপতির কাছ থেকে ৷
বিচারক জগদীপ সিং বাবার ১০ বছরের কারাদণ্ডের সাজা শোনালেন ৷
৩৭৬, ৫০৬, ৫০৯, ৫৩৬ ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন বাবা ৷ ‘অমার্জনীয় অপরাধ রাম রহিমের ৷ সমাজে এর প্রভাব মারাত্মক’, রায়ের পর্যবেক্ষনে জানালেন বিচারক ৷ রায় শুনে ভেঙে পড়েন রাম রহিম ৷ বসে পড়লেন কোর্ট রুমের মাটিতেই ৷ কান্নার পর অসুস্থতার নাটক বাবার ৷ শারীরিক পরীক্ষা পর সুস্থ ঘোষণা করা হয় ৷ জেলের পোশাক দেওয়া হল বাবাকে ৷ বাড়তি সুবিধার সব আবেদন খারিজ করে দেওয়া হয়েছে ৷
শান্তি বজায় রাখতে তৎপর প্রশাসন ৷ গুরুত্বপূর্ণ বৈঠকে হরিয়ানার মুখ্যমন্ত্রী
মুখ্যসচিব ও ডিজি ৷
পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং জানান