corona virus btn
corona virus btn
Loading

হাসপাতাল ভর্তি নেয়নি!‌ তেলঙ্গানায় গাছের তলায় সন্তানের জন্ম দিলেন মহিলা

হাসপাতাল ভর্তি নেয়নি!‌ তেলঙ্গানায় গাছের তলায় সন্তানের জন্ম দিলেন মহিলা

মহিলার আত্মীয় জানালেন, ওয়ারঙ্গালে স্থানীয় চিকিৎসক দেখানোর পর তাঁরা সকাল ১০টা নাগাদ হাসপাতালে আসেন।

  • Share this:

করোনা আতঙ্কে এমনিতেই এখন স্বাস্থ্য ব্যবস্থার ওপর প্রবল চাপ পড়েছে। যে চাপের ফলে সাধারণ রোগীরাও অনেকসময় হাসপাতালে জায়গা পাচ্ছেন না। তেমনই ঘটেছে তেলেঙ্গানায়। গর্ভ যন্ত্রণা নিয়ে হাসপাতালে গিয়েও শেষ পর্যন্ত জায়গা পাননি এক মহিলা। তারপর যা ঘটেছে, তা জানলে অবাক হয়ে যেতে হবে।

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, সরকারি হাসপাতালে তাঁকে ভর্তি না নেওয়ায় শেষ পর্যন্ত গাছের তলায় বসে পড়েছিলেন ওই মহিলা। সেখানে বারবার তাঁর যন্ত্রণা তীব্র হওয়ায় আবেদন করছিলেন হাসপাতাল কর্তৃপক্ষকে। কিন্তু হাসপাতাল তাঁকে ভর্তি নেয়নি। পরিবারের লোকেরা তখন সেই যন্ত্রণাকাতর মহিলাকে নিয়ে বসা‌ন একটি গাছের তলায়। আর সেখানেই সন্তানের জন্ম দেন ওই মহিলা।

মহিলার আত্মীয় জানালেন, ওয়ারঙ্গালে স্থানীয় চিকিৎসক দেখানোর পর তাঁরা সকাল ১০টা নাগাদ হাসপাতালে আসেন। প্রথম থেকেই চিকিৎসক বলছিলেন ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করার জন্য। কিন্তু একটা অ্যাম্বুলেন্সও তাঁরা পাননি। শেষে ওই মহিলা গাছের তলায় বসেই অজ্ঞান হয়ে যান। সেখানেই সন্তান প্রসব করেন। আপাতত সেই মহিলার শারীরিক অবস্থা কেমন, তা জানা যায়নি।

Published by: Uddalak Bhattacharya
First published: July 20, 2020, 2:19 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर