• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ডিমানিটাইজেশনের সিদ্ধান্ত সাহসী পদক্ষেপ বললেন সুন্দর পিচাই

ডিমানিটাইজেশনের সিদ্ধান্ত সাহসী পদক্ষেপ বললেন সুন্দর পিচাই

গোটা দুনিয়াকেই বদলে দিয়েছে গুগল ৷ এক সার্চেই হাতের মুঠোয় গোটা বিশ্ব ৷ সেই গুগলের সিইও বৃহস্পতিবার বক্তব্য রাখলেন খড়গপুর আইআইটি-এর মঞ্চে ৷

গোটা দুনিয়াকেই বদলে দিয়েছে গুগল ৷ এক সার্চেই হাতের মুঠোয় গোটা বিশ্ব ৷ সেই গুগলের সিইও বৃহস্পতিবার বক্তব্য রাখলেন খড়গপুর আইআইটি-এর মঞ্চে ৷

গোটা দুনিয়াকেই বদলে দিয়েছে গুগল ৷ এক সার্চেই হাতের মুঠোয় গোটা বিশ্ব ৷ সেই গুগলের সিইও বৃহস্পতিবার বক্তব্য রাখলেন খড়গপুর আইআইটি-এর মঞ্চে ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #নয়াদিল্লি:গোটা দুনিয়াকেই বদলে দিয়েছে গুগল ৷ এক সার্চেই হাতের মুঠোয় গোটা বিশ্ব ৷ সেই গুগলের সিইও বৃহস্পতিবার বক্তব্য রাখলেন খড়গপুর আইআইটি-এর মঞ্চে ৷ এদিন খড়গপুর আইআইটি-র মঞ্চে সেখানকার পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন সুন্দর পিচাই ৷

   খড়গপুরের একটি অনুষ্ঠানে গুগলের সিইও-র মন্তব্য, তেইশ বছর আগে, খড়গপুরে পড়ার সময় কম্পিউটারের ফ্লপি নিয়ে ঘুরতে হত। সাইবার কাফে বুক করে রাখতে হত। কিন্তু, এখন দেশের পরিস্থিতি বদলে গিয়েছে। প্রযুক্তিতে ব্যাপক বদল এসেছে।

  এদিন একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ বলে বর্ণনা করেছেন তিনি ৷ পিচাই বলেন নোট বাতিলের সিদ্ধান্ত যা ভেবে নেওয়া হয়েছিল তা যদি সফল হয় তাহলে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে এক ব্যাপক পরিবর্তন আসতে চলেছে ৷ গোটা দেশের আমূল পরিবর্তন হয়ে যাবে ৷ এটার গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য প্রভাব পড়বে ভারতে ৷ ডিজিটাল লেনদেন চালু হলে ভারতের অর্থনীতি লাভবান হবে ৷

  গত বছর ডিসেম্বর মাসে ভারতে এসেছিলেন সুন্দর পিচাই ৷ গুগলের দায়িত্বভার নেওয়ার পর এটাই ছিল তাঁর প্রথম ভারত সফর ৷ দিল্লির শ্রীরাম কর্মাস কলেজের পড়ুয়াদের সামনে বক্তব্য রেখেছিলেন তিনি ৷

  First published: