Home /News /national /
Delhi Viral Video: ভর্তি নেয়নি হাসপাতাল, এমার্জেন্সির বাইরেই সন্তানের জন্ম দিলেন মহিলা, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

Delhi Viral Video: ভর্তি নেয়নি হাসপাতাল, এমার্জেন্সির বাইরেই সন্তানের জন্ম দিলেন মহিলা, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

মহিলার পরিবারের অভিযোগ, গোটা রাত হাসপাতাল চত্বরে প্রসববেদনায় ছটফট করছিলেন মহিলা। হাসপাতাল কর্তৃপক্ষের চোখের সামনেই ঘটছিল গোটা ঘটনা। তবু তারা মহিলাকে ভর্তি নেয়নি।

 • Share this:

  #নয়াদিল্লি: হাসপাতাল ভর্তি নেয়নি, দিল্লির সফদরজং হাসপাতালের বাইরেই সন্তানের জন্ম দিলেন বছর ৩০-এর মহিলা। অভিযোগ, কেন্দ্রীয় সরকার চালিত ওই হাসাপাতাল তাঁকে ভর্তি নিতে অস্বীকার করে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি। এর পরই নড়েচড়ে বসে প্রশাসন, ঘটনায় রিপোর্ট তলব করেছে ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি।

  সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে রাস্তায় পড়ে প্রসব বেদনায় ছটফট করছেন এক গর্ভবতী মহিলা। তাঁকে ঘিরে দাঁড়িয়ে নার্স-সহ আরও কিছু মহিলা। মহিলাকে একটি শাড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে। ভিডিওতেই শোনা যায়, গর্ভবতীর আত্মীয়-স্বজনেরা অভিযোগ করছেন, যে সফদরজং হাসপাতাল মহিলাকে ভর্তি নিতে অস্বীকার করে। বাধ্য হয়েই রাতে হাসপাতালের এমার্জেন্সির বাইরে ছিলেন মহিলা।

  দেখুন গোটা ঘটনার ভিডিও--

  পুলিশের ডেপুটি কমিশনার (সাউথওয়েস্ট) মনোজ সি জানান, '' অভিযোগ উঠেছে যে এক গর্ভবতী মহিলাকে হাসপাতাল ভর্তি নেয়নি। হাসপাতাল চত্বরেই একটি কন্যাসন্তানের জন্ম দেন মহিলা।'' মহিলার পরিবারের অভিযোগ, গোটা রাত হাসপাতাল চত্বরে প্রসববেদনায় ছটফট করছিলেন মহিলা। হাসপাতাল কর্তৃপক্ষের চোখের সামনেই ঘটছিল গোটা ঘটনা। তবু তারা মহিলাকে ভর্তি নেয়নি।

  আরও পড়ুন: উপরাষ্ট্রপতি পদের নির্বাচন প্রক্রিয়ায় ভোটদান থেকে বিরত থাকবে তৃণমূল, জানালেন অভিষেক

  আরও পড়ুন: বিশেষ নৈশভোজের আয়োজন, কাল রামনাথ কোবিন্দকে বিদায় জানাবেন নরেন্দ্র মোদি

  ডেপুটি পুলিশ কমিশনার জানান মহিলা ও সন্তান বর্তমানে সুস্থ। দু'জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় মহিলার পরিবারের তরফে এখনও পর্যন্ত পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি।

  Published by:Rukmini Mazumder
  First published:

  Tags: Viral

  পরবর্তী খবর