#নয়াদিল্লি: হাসপাতাল ভর্তি নেয়নি, দিল্লির সফদরজং হাসপাতালের বাইরেই সন্তানের জন্ম দিলেন বছর ৩০-এর মহিলা। অভিযোগ, কেন্দ্রীয় সরকার চালিত ওই হাসাপাতাল তাঁকে ভর্তি নিতে অস্বীকার করে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি। এর পরই নড়েচড়ে বসে প্রশাসন, ঘটনায় রিপোর্ট তলব করেছে ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে রাস্তায় পড়ে প্রসব বেদনায় ছটফট করছেন এক গর্ভবতী মহিলা। তাঁকে ঘিরে দাঁড়িয়ে নার্স-সহ আরও কিছু মহিলা। মহিলাকে একটি শাড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে। ভিডিওতেই শোনা যায়, গর্ভবতীর আত্মীয়-স্বজনেরা অভিযোগ করছেন, যে সফদরজং হাসপাতাল মহিলাকে ভর্তি নিতে অস্বীকার করে। বাধ্য হয়েই রাতে হাসপাতালের এমার্জেন্সির বাইরে ছিলেন মহিলা।
দেখুন গোটা ঘটনার ভিডিও--देश की राजधानी दिल्ली के सफदरजंग अस्पताल में एक गर्भवती महिला ने सफदरजंग अस्पताल के बाहर एक नवजात शिशु को दिया जन्म इस दुर्व्यवहार को क्या कहे दिल्ली व केंद्र सरकार की लचारता कहे यह अस्पताल परिसर स्टाफ की प्रंशसा कहे ?@PMOIndia @ArvindKejriwal pic.twitter.com/smOyRs2KFZ
— Ajay kanojiya Hindustani {INC} (@ajayaicc2022) July 19, 2022
পুলিশের ডেপুটি কমিশনার (সাউথওয়েস্ট) মনোজ সি জানান, '' অভিযোগ উঠেছে যে এক গর্ভবতী মহিলাকে হাসপাতাল ভর্তি নেয়নি। হাসপাতাল চত্বরেই একটি কন্যাসন্তানের জন্ম দেন মহিলা।'' মহিলার পরিবারের অভিযোগ, গোটা রাত হাসপাতাল চত্বরে প্রসববেদনায় ছটফট করছিলেন মহিলা। হাসপাতাল কর্তৃপক্ষের চোখের সামনেই ঘটছিল গোটা ঘটনা। তবু তারা মহিলাকে ভর্তি নেয়নি।
আরও পড়ুন: উপরাষ্ট্রপতি পদের নির্বাচন প্রক্রিয়ায় ভোটদান থেকে বিরত থাকবে তৃণমূল, জানালেন অভিষেক
আরও পড়ুন: বিশেষ নৈশভোজের আয়োজন, কাল রামনাথ কোবিন্দকে বিদায় জানাবেন নরেন্দ্র মোদি
ডেপুটি পুলিশ কমিশনার জানান মহিলা ও সন্তান বর্তমানে সুস্থ। দু'জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় মহিলার পরিবারের তরফে এখনও পর্যন্ত পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral