হোম /খবর /দেশ /
মাঝ আকাশে বিরাট টার্বুল্যান্স ! আহত দিল্লি-সিডনি ফ্লাইটের বেশ কয়েকজন যাত্রী

Air India Delhi-Sydney Flight: মাঝ আকাশে বিরাট টার্বুল্যান্স ! আহত দিল্লি-সিডনি ফ্লাইটের বেশ কয়েকজন যাত্রী

মাঝ আকাশে বিরাট টার্বুল্যান্স ! আহত দিল্লি-সিডনি ফ্লাইটের বেশ কয়েকজন যাত্রী (Representative Image)

মাঝ আকাশে বিরাট টার্বুল্যান্স ! আহত দিল্লি-সিডনি ফ্লাইটের বেশ কয়েকজন যাত্রী (Representative Image)

সিডনি বিমানবন্দরে প্রাথমিক চিকিৎসার পর যাত্রীদের ছেড়ে দেওয়া হয় ৷ আহত যাত্রীদের কাউকেই হাসপাতালে ভর্তি করতে হয়নি ৷

  • Share this:

নয়াদিল্লি: মাঝ-আকাশে বিরাট টার্বুল্যান্স ! ভয়াবহ এক পরিস্থিতির সম্মুখীন হতে হল যাত্রীদের ৷ সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী মঙ্গলবার দিল্লি-সিডনি ফ্লাইটে এই ঘটনা ঘটে ৷ টার্বুল্যান্সের জেরে বেশ কয়েকজন যাত্রী আহত হন ৷ তাঁদের সিডনি বিমানবন্দরে প্রাথমিক চিকিৎসার পর অবশ্য ছেড়ে দেওয়া হয়েছে ৷ আহত যাত্রীদের কাউকেই হাসপাতালে ভর্তি করতে হয়নি ৷ ডিজিসিএ-র সূত্র অনুযায়ী, ৭ জন যাত্রী টার্বুল্যান্সের জেরে চোট পান ৷

আরও পড়ুন– বুক করতে পারেন ট্রেনের একটা কোচ, এমনকী গোটা একটা ট্রেনই! ভারতীয় রেলের এই নিয়ম জানা আছে তো?

বিমানকর্মীরাই আহত যাত্রীদের ফার্স্ট-এডের ব্যবস্থা করেন ৷ তারপর সিডনি বিমানবন্দরে বিমান ল্যান্ড করার পরেই যাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করা হয় ৷ সম্প্রতি নিউ ইংল্যান্ডের উপর দিয়ে ওড়ার সময় মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিমান ভয়ঙ্কর টার্বুল্যান্সের মধ্যে পড়ায় বিমানটিকে অন্য একটি বিমানবন্দরে শেষ পর্যন্ত অবতরণ করা হয় ৷ এবার একই ধরণের ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীদেরও ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Air India, Air India Flight