#নয়াদিল্লি: গত দু’দিনের লাগাতার বৃষ্টি দেখেছে কলকাতা শহর ৷ বহু জায়গাতেই জল জমে শহরের ব্যস্ততাকে কিছুটা হলেও থামিয়ে দিয়েছিল ৷ তবে সোমবার সকাল হতেই আকাশ পরিষ্কার, ঝকঝকে রোদ ৷ তবে দেশের অন্যপ্রান্ত কিন্তু প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত ৷ হিমাচল প্রদেশ, উত্তরাখন্ডে ভারী বর্ষণের দাপট ৷
ইতিমধ্যেই হিমাচল প্রদেশে প্রবল বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ২৪ ৷ ভূমিধসের কারণে প্রচুর পর্যটক আটকে পড়েছে ৷ উদ্ধারও করা হয়েছে প্রায় ১৫০ জন পর্যটককে ৷
অন্যদিকে, দিল্লি, পঞ্জাব, হরিয়ানায় জারি হয়েছে বন্যা সতর্কতা। ব্যারেজ থেকে যমুনার জল ছাড়ার পরই বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সেই কারণেই আগাম সতর্কতা জারি করা হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Delhi, Flood, Himachal Pradesh, Kolkata, Monsoon, Water, Weather, আবহাওয়া, বন্যা, বৃষ্টি