#নয়াদিল্লি: ধোঁয়াশায় তীব্র দূষণ দিল্লিতে। গত ১৭ বছরে এমন পরিস্থিতি দেখা যায়নি ৷ সব থেকে বেশি ধোঁয়াশায় ঢেকে রয়েছে রাজধানীর আকাশ। দূষিত বাতাসের জেরে বহু মানুষেরই চোখ জ্বালা করছে, দেখা দিয়েছে শ্বাসকষ্টও । আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে আগামী দু’দিনে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷
পরিবেশের উপর সমস্ত কিছু না ছেড়ে দূষণ কমাতে একগুচ্ছ ব্যবস্থার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল। কিন্তু, কী এই ধোঁয়াশা? কেমনভাবেই বা তা থাবা বসিয়েছে দিল্লির ফুসফুসে?
ধোঁয়াশার চাদরে ঢেকেছে দিল্লি। কিন্তু, আসলে কী এই ধোঁয়াশা?
কয়লার ধোঁয়া, গাড়ির ধোঁয়া, কল কারখানার ধোঁয়া, জঙ্গল বা চাষের জমিতে পোড়ানো ফসলের ধোঁয়ার মিশ্রণেই তৈরি হয় ধোঁয়াশা। তাতে থাকে, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, সালফার অক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন, ফ্লাই অ্যাশের মতো ক্ষতিকর পদার্থ। কখনও কখনও তেজষ্ক্রিয় কণাও মিশে বাড়িয়ে দেয় ক্ষতির মাত্রা। তাতে সূর্যের আলো পড়ে বাড়তে থাকে তাপমাত্রা। বাড়ে দূষণের মাত্রাও। গত শতক থেকেই দূষণে আক্রান্ত দিল্লি, বেজিং, লস অ্যাঞ্জেলস, মেক্সিকো সিটি বা তেহরানের মতো শহর।
ধোঁয়াশা তৈরির প্রতিটি উপাদানই দিল্লিতে মজুত। দূষণ কমাতে একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দাওয়াই,
-সোমবার থেকে রাস্তায় জল ছেটানো শুরু হবে -আগামী ৫ দিন কোনও নির্মাণের কাজ নয় -বদরপুরের থার্মাল পাওয়ার প্ল্যান্ট আগামী ১০ দিন বন্ধ থাকবে -ডিজেল ও ইলেকট্রিক জেনারেটর আগামী ১০ দিনের জন্য বন্ধ থাকবে -আগামী তিন দিন দিল্লির সব স্কুল বন্ধ থাকবে -আগামী ১০ দিন ফ্লাই অ্যাশ পরিবহণ বন্ধ
অবস্থার পরিবর্তন না হওয়ায পর্যন্ত দিল্লিবাসীকে যতটা সম্ভব ঘরে থেকে কাজের পরামর্শ দিয়েছেন রাজধানীর মুখ্যমন্ত্রী ৷ ফের জোড় ও বিজোড় বিধি চালু করার ভাবনাও রয়েছে কেজরির টু ডু লিস্টে ৷
দূষণের ধোঁয়াশা হটাতে কৃত্রিম বৃষ্টি ঘটানো নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করার কথাও জানিয়েছেন কেজরিওয়াল ৷ একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি ফসল পোড়ানো হলে সংশ্লিষ্ট অফিসারদের জরিমানা করা হবে ৷
কেজরির দাওয়াইয়ে ধোঁয়াশা কতটা কাটে সেদিকে তাকিয়ে দিল্লিবাসী।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CM Arvind Kejriwal, Delhi air pollution, Delhi Pollution, Pollution