নয়াদিল্লি: ২৬ জানুয়ারি লাল কেল্লায় হওয়া হিংসার ঘটনায় দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ২৫জন অভিযুক্তর ছবি চিহ্নিত করেছে ৷ ক্রাইম ব্রাঞ্চের ফরেন্সিক এক্সপার্টের সাহায্যে কয়েকশো ভিডিও দেখার পর এদের চিহ্নিত করা হয়েছে ৷ জানা গিয়েছে, এই সমস্ত ছবির মধ্যে দীপ সিন্ধুর ছবি সামিল রয়েছে ৷ ২৬ জানুয়ারি বিক্ষোভকারী কৃষকরা ট্র্যাক্টর র্যালি করেছিল ৷ সেই দিন বেশ কিছু বিক্ষোভকারী কৃষকরা লাল কেল্লার ভিতরে ঢুকে উত্তেজনা সৃষ্টি করে ৷ দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের SIT এই মামলার তদন্ত করছে ৷
লাল কেল্লা হিংসার ঘটনায় দিল্লি পুলিশ সিসিটিভি ফুটেজের পাশাপাশি সাধারণ মানুষের ফোনে রেকর্ড করা ভিডিও খতিয়ে দেখেছে ৷ দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের এসআইটি ফরেন্সিক এক্সপার্টদের সঙ্গে মিলে ভিডিওগুলি খতিয়ে দেখে অভিযুক্তদের ছবি চিহ্নিত করেছে ৷ এখনও পর্যন্ত উস্কানিমূলক মন্তব্য ও হিংসার ঘটনায় উস্কানি দেওয়ার জন্য ২৫জনকে চিহ্নিত করা হয়েছে ৷ এই ছবির সাহায্যে আগের তদন্ত করা হবে ৷
রিপোর্ট অনুযায়ী, ভিডিওতে দীপ সিন্ধুকে পরিষ্কার দেখা যাচ্ছে ৷ এই ঘটনায় দীপ সিন্ধু এখনও পলাতক রয়েছেন ৷ এবং তাঁর খোঁজ দেওয়ার জন্য পুরস্কারও ঘোষণা করা হয়েছে ৷
প্রজাতন্ত্র দিবসের দুপুরে লালকেল্লায় তাণ্ডবের দৃশ্য় নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। কেন্দ্রের তিনটি কৃষিবিল বিরোধী যে আন্দোলন তা যে এতটা হিংসাত্মক আকার ধারণ করতে পারে তা আন্দাজ করতে পারেনি অনেকেই। গোটা ঘটনার দায় নিতে চাইছে না কৃষক সংগঠনগুলি। বিশেষত লাল কেল্লায় পতাকা তোলার ঘটনায় নাম জড়াচ্ছে পাঞ্জাবি অভিনেতা গায়ক দীপ সিন্ধুর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Farmers Protest