#দিল্লি: ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের গ্রেফতারি কাণ্ডে দিল্লি পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ সিআইডি-র৷ অভিযোগ, কংগ্রেস বিধায়কদের থেকে টাকা উদ্ধারের সূত্র ধরে এ দিন দিল্লিতে সিআইডি-র প্রাক্তন কংগ্রেস নেতা সিদ্ধার্থ মজুমদারের বাড়িতে তল্লাশি চালাতে গেলে সিআইডি-কে বাধা দেয় দিল্লি পুলিশ।
বুধবার সকালে তিন বিধায়কের গ্রেফতারের ঘটনায় সিআইডি-র একটি দল দক্ষিণ দিল্লির সিদ্ধার্থ মজুমদারের বাড়িতে তল্লাশি চালাতে যান। সিআইডি সূত্রে খবর, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে এই তিন কংগ্রেস বিধায়কের যোগসূত্র তৈরির ক্ষেত্রে বড় ভূমিকা ছিল সিদ্ধার্থর। তাঁর বাড়িতে তল্লাশি চালাতে গিয়েই সিআইডির তদন্তকারীরা বাধার মুখে পড়েন বলে অভিযোগ। সিদ্ধার্থ মজুমদার হিমন্ত বিশ্বশর্মার ঘনিষ্ঠ বলেই সিআইডি সূত্রে খবর৷
আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায় ও মাণিক ভট্টাচার্যের উচিত ছিল আলোচনা করে আইন মেনে সমাধান করা, বিস্ফোরক কুণাল ঘোষ
সিআইডি-র অভিযোগ, আদালতের নির্দেশ মতো সার্চ ওয়ারেন্ট নিয়ে যাওয়া সত্ত্বেও সিআইডিকে তল্লাশিতে বাধা দেয় দিল্লি পুলিশ৷ সিআইডি-র চার আধিকারিককে স্থানীয় থানাতেও নিয়ে গিয়ে কার্যত আটকে রাখা হয়৷ সিআইডি কর্তাদের আশঙ্কা, এই সুযোগে ঘটনার সঙ্গে সম্পর্কিত জরুরি নথি লোপাট হয়ে যেতে পারে৷
এই জট কাটাতে রাজ্য পুলিশের তিন উচ্চপদস্থ কর্তা দিল্লি যাচ্ছেন৷ দিল্লি পুলিশের এই ভূমিকার বিরুদ্ধে এবার আইনি পরবর্তী পদক্ষেপ নিতে চলেছে সিআইডি।
ঝাড়খণ্ডের তিন বিধায়ক গ্রেফতারের পর এবার সিআইডি ব্যবসায়ী মহেন্দ্র আগারওয়ালের বাড়িতে অভিযান চালায়। মহেন্দ্র আগারওয়াল নামে ওই ব্যবসায়ীর থেকেই তিন কংগ্রেস বিধায়ক এক ব্যক্তির মাধ্যমে ৪৮ লক্ষ টাকা নিয়েছিল বলে অভিযোগ৷
আরও পড়ুন: 'দল নজর রাখছে'..., টাকা উদ্ধার-কাণ্ডে ঝাড়খণ্ডের তিন বিধায়ককে সাসপেন্ড করল কংগ্রেস!
এবার সিআইডি তাদের বাড়িতে এসে তল্লাশি করে সোমবার । মহেন্দ্র আগারওয়াল পরিবার সিআইডিকে জানায়, বাড়িতে নেই মাহেন্দ্র । শেয়ার ট্রেডিং ব্যবসায়ী এই বিপুল টাকা কোথা থেকে পেলেন, তা জানতে চায় সিআইডি৷ গতকাল ওই ব্যবসায়ীর হেয়ার স্ট্রিটের অফিসে হানা দিয়ে হাওলা স্লিপ, ৩ লাখের বেশি নগদ, ২৫০টি রুপোর কয়েন, ১০টি দলিল, ব্যাঙ্কের পাস বই উদ্ধার করে সিআইডি।
মহেন্দ্রর বাবা জানান, "সিআইডি এসেছিলো। মহেন্দ্র বাড়িতে নেই। তিন দিন আসেননি বাড়িতে। " এর পর তিনি হাতজোড় করে দরজা বন্ধ করে দেন। সিআইডি সূত্রে খবর, মহেন্দ্র সঙ্গে অসমের কোনও যোগ আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।