হোম /খবর /দেশ /
মোদির বিরুদ্ধে পোস্টার লাগানোর অভিযোগ, দিল্লিতে গ্রেফতার ১৫! দায়ের ১৭টি এফআইআর

Narendra Modi: মোদির বিরুদ্ধে পোস্টার লাগানোর অভিযোগ, দিল্লিতে গ্রেফতার ১৫! দায়ের ১৭টি এফআইআর

নরেন্দ্র মোদি৷ Photo-PTI

নরেন্দ্র মোদি৷ Photo-PTI

অভিযোগ, প্রধানমন্ত্রী কেন ভ্যাকসিন বিদেশে পাঠানোর অনুমতি দিলেন, সেই প্রশ্ন তুলেই পোস্টারগুলি মারা হয়েছিল৷

  • Last Updated :
  • Share this:

#দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে পোস্টার লাগানোর অভিযোগ৷ সংবাদসংস্থার পিটিআই-এর খবর অনুযায়ী, এই অভিযোগেই দিল্লি থেকে ১৫ জনকে গ্রেফতার করল পুলিশ৷ শুধু তাই নয়, ১৭টি এফআইআর-ও দায়ের করেছে পুলিশ৷

অভিযোগ, প্রধানমন্ত্রী কেন ভ্যাকসিন বিদেশে পাঠানোর অনুমতি দিলেন, সেই প্রশ্ন তুলেই পোস্টারগুলি মারা হয়েছিল৷ তাতে লেখা ছিল, 'আমাদের বাচ্চাদের জন্য ভ্যাকসিন না রেখে কেন বিদেশে পাঠিয়ে দিলেন মোদিজি?'গত বৃহস্পতিবার প্রথম এই পোস্টার দিল্লি পুলিশের নজরে আসে৷ এর পরই কারা এই পোস্টার মারছে তা চিহ্নিত করতে প্রতিটি জেলার শীর্ষ পুলিশ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়৷ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে মোট ১৭টি মামলা দায়ের করে দিল্লি পুলিশ৷ ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় সরকারি আধিকারিকের জারি করা নির্দেশ ভঙ্গ করা এবং অন্যান্য ধারায় মামলা দায়ের করা হয়৷

দিল্লি পুলিশের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, 'অভিযোগ পেলে আরও এফআইআর দায়ের হতে পারে৷ কাদের হয়ে এই পোস্টারগুলি শহরের বিভিন্ন অংশে লাগানো হচ্ছিল, আমরা তা তদন্ত করে দেখছি৷'

উত্তর পূর্ব দিল্লিতে এই মর্মে তিনটি এফআইআর দায়ের হয়৷ সেখান থেকে দু' জনকে গ্রেফতার করে পুলিশ৷ পশ্চিম দিল্লিতেও তিনটি এফআইআর দায়ের হয়৷ আরও তিনটি এফআইআর দায়ের করা হয় মূল দিল্লি শহরের বাইরের থানাগুলিতে৷ মধ্য দিল্লিতেও দু'টি এফআইআর দায়ের করা হয়৷ সেখান থেকে পোস্টার লাগানোর অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ রোহিনী, পূর্ব দিল্লি, দ্বারকা এলাকা থেকেও বেশ কয়েকজনকে একই অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ৷

উত্তর দিল্লি থেকে ধৃত এক ব্যক্তি জানিয়েছেন, পোস্টার মারার জন্য তাঁকে ৫০০ টাকা দেওয়া হয়েছিল৷ শাহাদরা এলাকাতেও এক ব্যক্তির পোস্টার লাগানোর সিসিটিভি ফুটেজ পেয়েছে পুলিশ৷ তাঁকে চিহ্নিত করে গ্রেফতার করার চেষ্টা চলছে৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Coronavirus, Coronavirus vaccine, Delhi, Narendra Modi