হোম /খবর /দেশ /
'আরেকটা ১৯৮৪ হতে দেওয়া যাবে না,' দিল্লি হিংসার শুনানিতে হাইকোর্ট

'আরেকটা ১৯৮৪ হতে দেওয়া যাবে না,' দিল্লি হিংসার শুনানিতে হাইকোর্ট

জ্বলছে দিল্লি

জ্বলছে দিল্লি

দিল্লি হাইকোর্টে ভরা এজলাসে চালানো হল রবিবার বিজেপি নেতা কপিল মিশ্রর উত্তর-পূর্ব দিল্লিতে দাঁড়িয়ে সেই বক্তৃতার ভিডিও৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: দিল্লি হিংসা নিয়ে ট্যুইটারে যখন শান্তি ফেরানোর আবেদন জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ঠিক তখনই দিল্লি হাইকোর্টে ভরা এজলাসে চালানো হল রবিবার বিজেপি নেতা কপিল মিশ্রর উত্তর-পূর্ব দিল্লিতে দাঁড়িয়ে সেই বক্তৃতার ভিডিও৷ দিল্লি হিংসা নিয়ে শুনানিতে হাইকোর্ট বলল, ১৯৮৪-র মতো পরিস্থিতি হতে দেওয়া যাবে না৷ প্রসঙ্গত, ১৯৮৪ সালে শিখ বিরোধী দাঙ্গা হয়েছিল৷

উত্তর-পূর্ব দিল্লিতে হিংসা নিয়ে শুনানিতে দিল্লি হাইকোর্ট এ দিন বলে, ১৯৮৪-র মতো পরিস্থিতির পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না৷ প্রত্যেক নাগরিককে জেড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার সময় এসেছে৷ যাঁদের মৃত্যু হয়েছে, তাদের পরিবারকে শেষকৃত্য সম্পন্ন করা ও যাঁরা আহত, তাঁদের চিকিত্‍সার সব বন্দোবস্ত করতে হবে৷ একটি হেল্পলাইন চালু হোক৷ হিংসা কবলিত এলাকার মানুষ যেন ওষুধ, খাবার, কম্বলের মতো ন্যূনতম ত্রাণ পায়৷

এ দিন বিজেপি নেতা কপিল মিশ্রর অডিও টেপ শুনে দিল্লি হাইকোর্টের বিচারপতি মুরলীধর বলেন, 'কিছু নেতা খোলাখুলি উস্কানিমূলক বক্তৃতা দিচ্ছে, আমরা সবাই ভিডিওগুলিতে দেখেছি৷ সব খবরের চ্যানেলে দেখা যাচ্ছে৷'

এদিকে দিল্লিতে হিংসায় এক পুলিশ-সহ মৃতের সংখ্যা হয়ে গেল ২১৷ হাসপাতালে ভর্তি বহু মানুষ৷ রক্তাক্ত অবস্থায়৷ কারও পুড়ে গিয়েছে দেহের অনেকটা অংশ৷

দিল্লির হিংসায় মৃত্যু হয়েছে ইন্টেলিজেন্স ব্যুরোর কর্মী অঙ্কিত শর্মার৷ ২০১৭ সালেই চাকরিতে যোগ দিয়েছিলেন অঙ্কিত৷ তিনি ছিলেন আইবি-র সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট৷

Published by:Arindam Gupta
First published:

Tags: Delhi High Court, Delhi Violence, Kapil Mishra