#নয়াদিল্লি: কেন এমন কাজ করলেন? প্রবল মানসিক অবসাদ থেকেই কি নিজের সন্তানদের খুন করার পরিকল্পনা করেছিলেন দিল্লির শালিমার বাগের ব্যবসায়ী মধুর মালানী ?সোমবার সন্ধ্যের ঘটনা ৷ প্রায় সাতটা নাগাদ দিল্লি পুলিশ জানতে পারে উত্তর-পশ্চিম দিল্লির শালিমারের একটি বাড়িতে এক কিশোরী ও তার ভাইকে খুন করা হয়েছে ৷ পুলিশ এসে দেখে যে ১৪ বছর বয়সী সমীক্ষা এবং তাঁর ৬ বছরের ভাই শ্রেয়ানসকে সম্ভবত শ্বাসরোধ করে খুন করা হয়েছে ৷ বিছানার উপর পরে রয়েছে দুই ফুটফুটে শিশুর দেহ ৷ ফোনটি করেছিলেন ওই দুই শিশুর মা ৷ কিন্তু শিশু দু’টির বাবাকে সে সময় বাড়িতে পাওয়া যায়নি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Delhi businessman, Murder, Suicide