#নয়াদিল্লি: করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে সকলে নাজেহাল গত এক বছর যাবৎ। করোনার ভ্যাকসিন আসায় কিছুটা স্বস্তি মিলতেই, ভারতে ফের আতঙ্ক ছড়াতে শুরু করেছে বার্ড ফ্লু। পরিস্থিতি সামাল দিতে, দিল্লি সরকারের তরফে, প্যাকেটজাত এবং প্রক্রিয়াজাত চিকেন আমদানির ক্ষেত্রে এ বার নিষেধাজ্ঞা আনা হল। দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে, বার্ড ফ্লু ছড়িয়ে পড়া রুখতেই নেওয়া হয়েছে এমন সতর্কতামূলক ব্যবস্থা। একটি বিবৃতি জারি করে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া এ দিন স্থানীয় মানুষকে অনুরোধ করেছেন, বিষয়টি নিয়ে আতঙ্কিত না হতে।
সিসোদিয়া বলেন, “সরকারের তরফে সতর্কীকরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে বার্ড ফ্লু ছড়িয়ে না পড়ে। তাই সকলের কাছে আমার অনুরোধ, বিষয়টি নিয়ে আতঙ্কিত হবেন না। বার্ড ফ্লু’র থেকে সুরক্ষা নিশ্চিত করতে, দিল্লির বাইরে থেকে প্রক্রিয়াজাত চিকেন আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।” সিসোদিয়া আরও বলেছেন, দিল্লির সঞ্জয় লেক-এর হাঁসেদের মধ্যে পরীক্ষা করে বেশ কিছু স্যাম্পলের রিপোর্ট পজিটিভ এসেছে। উপ-মুখ্যমন্ত্রী আরও বলেন, মানুষ থেকে মানুষের মধ্যে এই সংক্রমণ ছড়ায় না, তাই চিন্তার সে ভাবে কোনও কারণ নেই।
দিল্লিতে যে টেস্ট করা হয়েছে, তার স্যাম্পল পাঠানো হয় ভোপালের একটি ল্যাবরেটরিতে। সোমবার, অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা পজিটিভ আসে ওই রিপোর্ট। যে আটটি স্যাম্পল ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল, তার মধ্যে চারটি ছিল ময়ুর বিহার থেকে, তিনটি সঞ্জয় লেক থেকে এবং একটি দ্বারকা থেকে। রিপোর্ট পজিটিভ আসার পর, স্যানিটাইজ করা হয়েছে সঞ্জয় লেক এলাকা। এ ছাড়া দিল্লি সরকারের তরফে, আপাতত গাজিপুর হাঁস-মুরগি’র বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।