#নয়াদিল্লি: দিল্লির ভোট গণনা শুরু হতেই এগিয়ে গেল আম আদমি পার্টি৷ বিশেষ করে ওখলা বিধানসভা কেন্দ্র, এই কেন্দ্রেই পড়ে শাহিনবাগ, সেখানে এগিয়ে কেজরিওয়ালের দল৷ অনেকটাই পিছিয়ে বিজেপি৷
এখনও পর্যন্ত ৭০ আসনে দিল্লি বিধানসভায় ২৬টি আসনে এগিয়ে আপ৷ ১৪টি আসনে এগিয়ে বিজেপি৷ একটি আসনও পায়নি কংগ্রেস৷ ম্যাজিক ফিগার ৩৬৷ বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত এ বারও দিল্লিতে বড় জয় পেতে চলেছে আপ৷
১১টি জেলায় ২১টি কেন্দ্রে চলছে ভোটগণনা৷ ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে আপ দিল্লিতে ৬৭টি আসন পেয়ে সরকার গড়েছিল৷ বিজেপি পেয়েছিল ৩টি আসন৷ কংগ্রেস একটিও আসন পায়নি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Delhi Assembly Election Result 2020, Delhi elections result