#নয়াদিল্লি: করোনা আক্রান্ত (Covid 19) কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। সোমবার ট্যুইট করে আক্রান্ত হওয়ার কথা জানালেন তিনি। আপাতত নিজেকে আইসোলেশনে রেখেছেন তিনি। বাড়িতেই আছেন, শরীরে রয়েছে করোনার মৃদু উপসর্গ।
I have tested positive for Corona today with mild symptoms. I am under home quarantine. I request everyone who have recently come in my contact to isolate themselves and get tested.
— Rajnath Singh (@rajnathsingh) January 10, 2022
সোমবার দুপুরে প্রতিরক্ষা মন্ত্রী একটি ট্যুইট করেন। সেখানে তিনি জানান, সোমবারই তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত বাড়িতেই রয়েছেন তিনি। নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছেন। রাজনাথ লিখেছেন, "শেষ কয়েকদিনে যাঁরা আমার সম্পর্শে এসেছেন, তাঁরা যেন অবশ্যই নিজেকে আইসোলেশনে রাখেন এবং করোনা পরীক্ষা করিয়ে নেন।"
আরও পড়ুন - কলকাতার কোন ওয়ার্ডে করোনা সংক্রমণ প্রায় ঘরে ঘরে! তালিকা দিল রাজ্য সরকার
গত জানুয়ারি মাসের ৮ একটি ওয়েবিনারে বক্তব্য রাখেন রাজনাথ সিং। সেখানে তিনি দেশ জুড়ে ১০০টি সৈনিক স্কুলের উদ্বোধন করেন। পাশাপাশি তিনি বলেন, দেশের মেয়েদের আরও বেশি করে সেনবাহিনীতে যোগ দেওয়ার কাজে উৎসাহ দিতে চায় ভারতীয় সেনা ও কেন্দ্র। তিনি বলেন, সরকার মনে করে মেয়েদের সেনায় যোগদানের মাধ্যমে দেশের এক সামগ্রিক উন্নয়নের জায়গা তৈরি হবে।আরও পড়ুন - বড় খবর! সোমবার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব, নতুন কোনও সিদ্ধান্ত?
কয়েকদিন আগেই খবর আসে, সংসদের ৪০০ জন কর্মীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। সেই নিয়ে উদ্বেগ তৈরি হয় আইনসভায়। সামনেই রয়েছে বাজেট অধিবেশন। অধিবেশনে কেন্দ্রীয় সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা। সংসদের দুই কক্ষেই এই সময় সাংসদ ও মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত থাকেন। তার মধ্যে মোদি মন্ত্রিসভার বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে অধিবেশন কী ভাবে চলবে, তা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Rajnath Singh