#BharatKiLaxmi: এই দিওয়ালি মাতুন নারীশক্তির জয়গানে, নরেন্দ্র মোদি-র নয়া ক্যাম্পেনে-র মুখ দীপিকা-সিন্ধু

Photo- File

নারীশক্তিকে কুর্নিশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

 • Share this:

  #নয়াদিল্লি :  বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও ভারতের তারকা শাটলার পিভি সিন্ধু এবার নরেন্দ্র মোদির নতুন ক্যাম্পেনের মুখ হতে চলেছেন ৷ ক্যাম্পেনের নাম  #BharatKiLaxmi ৷ সারা ভারতের মহিলাদের সম্মান জানাতে এই বিশেষ প্রজেক্টের ভাবনা ৷ সেই সমস্ত মহিলাদের সম্মান জানাবে এই প্রকল্প যারা বিভিন্ন বাধা অতিক্রম করে সমাজে ছাপ ফেলেছেন ৷ পাশাপাশি তাঁদের সমাজে প্রভাবের বিষয়টিও দেখা হবে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চাইছেন সারা ভারতের মহিলাদের প্রতিভা সারা বিশ্বের সামনে তুলে ধরতে ৷

  মঙ্গলবার সিন্ধু নিজের ট্যুইটার হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি ও দীপিকা একসঙ্গে রয়েছেন ৷ তাঁরা আবেদন করেছেন বিভিন্ন মহিলাদের সাফল্যের কাহিনী তুলে ধরতে ৷

  ভিডিও শেয়ার করে পিভি সিন্ধু লিখেছেন, ‘সমাজ মহিলাদের সঙ্গে সঙ্গেই বেড়ে ওঠে,তাঁদের এমপাওয়ারমেন্ট, তাঁদের অ্যাচিভমেন্ট এগুলো সব দারুণ গর্বের বিষয় ৷ আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজী-র সঙ্গী হতে পেরে গর্বিত ৷ এই দিওয়ালি নারীত্ব সেলিব্রেট করি ৷ ’

  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই ট্যুইটটি রি ট্যুইট করেছেন ৷ তিনিও নিজের ট্যুইটে নারীশক্তির জয়গান গেয়েছেন ৷

          আরও দেখুন
  First published: