Home /News /national /
মৃত বেড়ে ২৬, উত্তরাখণ্ডে এখনও নিখোঁজ ১৯৭! সুড়ঙ্গে আটকদের খোঁজে রাতভর উদ্ধারকাজ

মৃত বেড়ে ২৬, উত্তরাখণ্ডে এখনও নিখোঁজ ১৯৭! সুড়ঙ্গে আটকদের খোঁজে রাতভর উদ্ধারকাজ

সুড়ঙ্গের ভিতরে পৌঁছনোর চেষ্টা উদ্ধারকারী দলের৷

সুড়ঙ্গের ভিতরে পৌঁছনোর চেষ্টা উদ্ধারকারী দলের৷

রাজ্যের মূুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতও সোমবার ফের যোশীমঠে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন৷

 • Share this:

  #যোশীমঠ: দুর্যোগের পর কেটে গিয়েছে প্রায় আটচল্লিশ ঘণ্টা৷ যত সময় যাচ্ছে, নিখোঁজ এবং সুড়ঙ্গে যাঁরা আটকে রয়েছেন তাঁদের বেঁচে থাকার সম্ভাবনাও কমছে৷ তবু হাল ছাড়ছে না সেনা সহ উদ্ধারকারী দলের সদস্যরা৷ সোমবার রাতভর উদ্ধারকাজ চালিয়ে আরও বেশ কয়েকটি দেহ উদ্ধার করা গিয়েছে৷ যার ফলে উত্তরাখণ্ডে হিমবাহ ফেটে বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৬, এখনও নিখোঁজ ১৯৭ জন৷

  সোমবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জে পি নাড্ডা উত্তরাখণ্ডের সাংসদদের সঙ্গে উদ্ধারকাজ এবং ত্রাণ নিয়ে আলোচনা করেন৷ রাজ্যের মূুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতও সোমবার ফের যোশীমঠে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন৷ সংবাদসংস্থা এএনআই-কে তিনি জানান, 'সেনা, জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী মিলে উদ্ধারকাজ চালাচ্ছে৷ তপোবনের সুড়ঙ্গের ১৩০ মিটার গভীরে পৌঁছতে সক্ষম হয়েছে তারা৷ আটকে থাকা মানুষের কাছে পৌঁছতে আর কয়েক ঘণ্টা সময় লাগবে৷ আটকে থাকা মানুষকে যত দ্রুত সম্ভব উদ্ধারে সবরকম চেষ্টা করা হচ্ছে৷'

  তপোবনের একটি সুড়ঙ্গে এখনও ৩৯জন আটকে রয়েছেন বলে খবর৷ ভারতীয় সেনা, আইটিবিপি এবং এনডিআরএফ-এর যৌথ বাহিনী সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে৷ ওই সুড়ঙ্গে জলবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের পাশাপাশি বেশ কয়েকজন আধিকারিকও আটকে পড়েন বলে খবর৷ উদ্ধারকারী দল সুড়ঙ্গের প্রায় ১০০ মিটার ভিতরে পৌঁছতে সক্ষম হলেও কাদা মাটি এবং জলের জন্য ফিরে আসতে বাধ্য হয়৷

  সরকারি ভাবে জানানো হয়েছে, এনটিপিসি-র প্ল্যান্টে কর্মরত ১৪৮ জন শ্রমিক এবং ঋষিগঙ্গায় কর্মরত ২২ জন শ্রমিক নিখোঁজ৷ রবিবারের বিপর্যয়ে ফিরে ফিরে আসছে ২০১৩-য় কেদারনাথের প্রাকৃতিক দুর্যোগের স্মৃতি৷ তবে সেবার প্রবল বর্ষণের মধ্যেই দুর্যোগ নেমে এসেছিল৷ ফলে উদ্ধারকাজ শুরু করাই সমস্যা হয়ে দাঁড়িয়েছিল৷ কিন্তু এ বার দুর্যোগ সত্ত্বেও আবহাওয়া রয়েছে অনুকূল৷ ফলে দ্রুত উদ্ধারকাজ শুরু করা সম্ভব হয়েছে৷

  Published by:Debamoy Ghosh
  First published:

  Tags: Uttarakhand

  পরবর্তী খবর