#নয়াদিল্লি: করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে৷ দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯২৷ অন্যদিকে আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ১১ হাজার ৯৩৩৷ রাজ্যগুলির নিরিখে মহারাষ্ট্রেই সবথেকে বেশি করোনা আক্রান্ত ও মৃত রয়েছে৷ সেখানে আক্রান্তের সংখ্যা ২৬৮৭৷ শুধুমাত্র মহারাষ্ট্রেই মৃতের সংখ্যা ১৭৮৷ দিল্লিতে করোনা আক্রান্ত ১৫৬১ ছাড়াল৷ তামিলনাড়ুতে করোনা আক্রান্ত ১২০৪৷ তামিলনাড়ুতে মৃতের সংখ্যা ১২৷ তবে এরই মধ্যে আশা জাগাচ্ছে চিকিৎসা হয়ে করোনায় সুস্থ হয়ে ওঠার সংখ্যা৷ দেশে ১ হাজার ৩৪৪ করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID19