#কলকাতা: শহরে ফের সক্রিয় মরা মুরগির কারবারিরা। রেস্তোরাঁয় পাচারের আগে উদ্ধার ১০০ কেজি মরা মুরগির মাংস। সকালে এয়ারপোর্টের আড়াই নম্বর গেটের কাছে এক রেস্তোরাঁয় বস্তা ভর্তি মাংস সরবরাহ করতে আসে এক ব্যাক্তি।
বস্তায় প্রচুর মাংস দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তাকে আটকে রেখে শুরু হয় জেরা। স্থানীয়দের দাবি, জেরায় মাংস সরবরাহকারী স্বীকার করেছেন, ওগুলি মরা মুরগির মাংস। এরপরই এয়ারপোর্ট থানায় খবর দেন স্থানীয়রা। মুরগি সরবরাহকারী ও রেস্তোরাঁর মালিককেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
আরও পড়ুন-ভাগাড়ের মাংসকাণ্ডে তল্লাশি, নারকেলডাঙায় হিমঘরে থেকে উদ্ধার প্রচুর পচা মাংস
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dead chicken meat, Police arrests the dead checken meat supplier and restaurant owner