দিল্লি: জীবনের অন্ধকার এক অধ্য়ায়ের কথা সকলের সামনে ধরলেন দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল। গার্হস্থ্য় হিংসা এবং যৌন নির্যাতন পেরিয়ে এসেছে যে সব নারী, তাঁদের পুরস্কার বিতরণীর অনুষ্ঠানে গিয়ে নিজের লড়াইয়ের গল্প শোনালেন তিনি। জানালেন, শৈশবে বাবা তাঁকে যৌন হেনস্থা করতেন।
গার্হস্থ্য় হিংসা এবং পরিবারের মধ্য়ে যৌন হয়রানির শিকার হয়েও লড়াই করে ঘুরে দাঁড়িয়েছেন, সমাজের নানা স্তর থেকে উঠে আসা এমন ১০০জন নারীকে সম্মানিত করেছে দিল্লি মহিলা কমিশন। সেই অনুষ্ঠানেই নির্দ্বিধায় নিজের কথা বলেছেন স্বাতী। জানিয়েছেন, ছোটবেলায় বাবার ভয়ে খাটের নীচে লুকিয়ে থাকতেন তিনি। স্বাতী বললেন, "শৈশবে বাবার কাছে যৌন হেনস্থার শিকার হয়েছিলাম। আমাকে খুব মারত। খাটের নীচে লুকিয়ে থাকতাম। আর তখন থেকেই এই ধরনের মানুষদের উচিত শিক্ষা দেওয়ার কথা ভাবতাম। নারীদের অধিকারের জন্য় লড়ার কথা ভাবতাম।"
আরও পড়ুন: ইনফ্লুয়েঞ্জা, অ্যাডিনো ভাইরাসের দাপট বাড়ছে, সব রাজ্যকে সতর্ক করল কেন্দ্র
আরও পড়ুন: ম্যাকডোনাল্ডসের বার্গার, সঙ্গে সুগার ফ্রি কফি! দিল্লি গিয়ে রুচি বদল কেষ্টর
বাবার মারধরের কারণে একাধিক বার আহত হয়েছেন স্বাতী। তিনি বলেন, "চতুর্থ শ্রেণিতে পড়া পর্যন্ত এমন হয়েছে। তার পর আর বাবার সঙ্গে থাকতাম না।"
স্বাতীর বিশ্বাস, একজন মানুষের জীবনে এ ধরনের তিক্ত অভিজ্ঞতা থাকলে, সে অন্য়ের দুঃখও বুঝে উঠতে পারে। সমাজের বাঁধাধরা নিয়মে পরিবর্তন আনার চেষ্টা করে। তিনি মনে করেন, সেই অনুষ্ঠানে উপস্থিত মহিলারাও তাঁর মতো অবস্থার সম্মুখীন হয়েছেন। কিন্তু সেই অভিজ্ঞতা তাঁদের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। সে সব অতিক্রম করেই এগিয়ে গিয়েছেন তাঁরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।