#শ্রীনগর: অজয় পণ্ডিত (ভারতী)– এর মেয়ে নিয়ন্তা পণ্ডিত বাবার হত্যার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠলেন। তিনি বললেন, ‘ওরা কাপুরুষ। তাই আমার বাবাকে পিছন থেকে গুলি করে মারল। আমি এর বিচার চাই।’ ঘটনার পর এদিন সংবাদসংস্থার মুখোমুখি হয়েছিলেন তিনি।
কাশ্মীরে যে’কজন পণ্ডিত জনগোষ্ঠীর মানুষ রয়ে গিয়েছিলেন, তাঁদের মধ্যে অজয় পণ্ডিত একজন। পরিবার নিয়ে জম্মুর অনন্তনাগ জেলায় বাস করতেন। ৪০ বছরের কংগ্রেস সদস্য অজয় পণ্ডিত লুকবাওয়ান পঞ্চায়েতের মোড়ল ছিলেন। ৮ জুন জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় তাঁর। বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে ক্ষোভ উগরে দিলেন অজয় কন্যা ‘নির্ভয়া’ নিয়ন্তা। তিনি বললেন, ‘জঙ্গিরা কাপুরুষ। তাই পিছন থেকে আমার বাবাকে গুলি করে মেরে ফেলল। আমার বাবা চিরকালের এই দেশের জন্য ভেবেছেন। তিনি একজন ‘শহিদ’ এবং একইসঙ্গে ‘অমর’। হ্যাঁ, আমি ভয় পাচ্ছি। আমার পরিবারের সুরক্ষার কথা ভেবে বারবার দুশ্চিন্তা হচ্ছে। কিন্তু তা বলে আমি পালিয়ে যাব না। এখানেই থাকব। আমার পড়াশোনা শেষ করব। বাবার স্বপ্ন পূরণ করব।’
#WATCH: "They shot my father at the back... they are cowards," says Niyanta Pandita, daughter of Ajay Pandita, the Congress Sarpanch who was shot dead by terrorists in Anantnag on June 8. #JammuAndKashmir pic.twitter.com/eDBsMFz0u1
— ANI (@ANI) June 11, 2020
৯ জুন জম্মুতে রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে অজয় পণ্ডিতের সৎকারে কংগ্রেস ও বিজেপি উভয় রাজনৈতিক দলের নেতারাই উপস্থিত ছিলেন। তেরঙ্গা কাপড়ে মুড়ে তাঁর দেহ নিয়ে আসা হয় সেখানে। পাকিস্তান ও পাকিস্তানের সন্ত্রাসের বিরুদ্ধে মানুষের স্লোগানে ভরে ওঠে জম্মুর আকাশ। প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গুলাম আহমদ মীর জানান, ‘এই নিয়ে দ্বিতীয়বার এই এলাকায় কংগ্রেসের মোড়লকে হত্যা করা হল। আমরা চাই, লেফটেন্যান্ট গভর্নর জিসি মুর্মু এই বিষয়ে কোনও পদক্ষেপ করুন। যাতে এই হত্যার পেছনে থাকা সমস্ত ষড়যন্ত্র আমাদের সামনে আসে। আর দিনের পর দিন অনিশ্চয়তার মধ্যে এই এলাকার মানুষ জীবনযাপন করছেন। তাঁদের যথাযথ সুরক্ষা দেওয়া হোক।’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ajaybhartipandit, Kashmir, Kashmiripandit