• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • বিয়ের আসর থেকে সোজা চাষের জমি ! বিয়ের পোশাক পরেই কৃষিকাজ শুরু করলেন নববধূ !

বিয়ের আসর থেকে সোজা চাষের জমি ! বিয়ের পোশাক পরেই কৃষিকাজ শুরু করলেন নববধূ !

তাঁরা জানায় ভবিষ্যতে তাঁদের সমস্ত পড়াশুনো তাঁরা কৃষি কাজেই ব্যবহার করতে চান।

তাঁরা জানায় ভবিষ্যতে তাঁদের সমস্ত পড়াশুনো তাঁরা কৃষি কাজেই ব্যবহার করতে চান।

তাঁরা জানায় ভবিষ্যতে তাঁদের সমস্ত পড়াশুনো তাঁরা কৃষি কাজেই ব্যবহার করতে চান।

 • Share this:

  #নাসিক: বিয়ের পর সব মেয়েকেই বাবার ঘর ছেড়ে শ্বশুরবাড়ি যেতে হয়। এমনটাই এখনও পর্যন্ত আমাদের সমাজের নিয়ম। তবে বাপেরবাড়ি ছেড়ে যাওয়া কি আর মুখের কথা ! হাজারো স্মৃতিকে এক ঝটকায় ফেলে দেওয়া যে যায় না। তবে মহারাষ্ট্রের নাসিকের এক মেয়ে বাবার জন্য যা করলেন, তা সত্যিই নতুন।

  বিয়ে হয়ে যাওয়ার পর নববধূ তাঁর শ্বশুর বাড়ির লোকের কাছে তাঁর আবদার জানায়। যে বলে তাঁর স্বামীকে নিয়ে সে বাবার ক্ষেতে যেতে চায়। সেখানে তাঁরা দু'জনে মিলে জমিতে চাষ করে, ফসল লাগাতে চান। এই কথা শুনে প্রথমে সকলে অবাক হলেও। অনুমতি মিলে যায় পরিবারের তরফ থেকে। ছোট থেকে পড়াশুনোর সঙ্গে সঙ্গে এই মেয়ে বাবার সঙ্গে ক্ষেতে কাজ করতো। তার বাবা একজন কৃষক। বাবাকে সম্মান জানাতেই সে এই কাজ করতে চায় বলে জানায়।

  এরপর নবদম্পতি বাবার ক্ষেতে গিয়ে লাঙল দিয়ে জমি চাষ করে বাদাম গাছ লাগায়। তাঁরা জানায় ভবিষ্যতে তাঁদের সমস্ত পড়াশুনো তাঁরা কৃষি কাজেই ব্যবহার করতে চান। ভারতের কৃষিকে আরও উন্নত করতে চান। এই যুবক-যুবতীর ইচ্ছেতে খুশি হয় সকলে।

  Published by:Piya Banerjee
  First published: