হোম /খবর /প্রযুক্তি /
Data Protection Bill : এবার সংসদে আসছে বহু চর্চিত তথ্য সুরক্ষা বিল

Data Protection Bill : এবার সংসদে আসছে বহু চর্চিত তথ্য সুরক্ষা বিল

তথ্য সুরক্ষা বিল

তথ্য সুরক্ষা বিল

তৃণমূলের তালিকায় রয়েছে মহিলা সংরক্ষণ বিল। দীর্ঘদিন ধরে বিলটি বকেয়া থাকলেও তা নিয়ে কোনও ফয়সালা হয়নি।

  • Share this:

নয়াদিল্লি: বহু চর্চিত তথ্য সুরক্ষা বিল আসতে চলেছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে। সংসদের পরিসংখ্যান অনুযায়ি, রাজ্যসভায় এই মূহুর্তে ২৬টি বিল বকেয়া রয়েছে। লোকসভায় বকেয়া বিলের সংখ্যা ৯টি। সমবায় সংশোধনী বিল এবং জন বিশ্বাস সংশোধনী বিল যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে। এই দুটি বিল আগেই পাঠানো হয়েছিল সংসদীয় স্থায়ী কমিটিতে। আসন্ন অধিবেশনেই বিল দুটি নিয়ে সিপি যোশীর নেতৃত্বাধীন কমিটির রিপোর্ট আসতে চলেছে বলে সূত্রের খবর।

এদিকে, বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরুর আগে গতকাল একটি সর্বদল বৈঠক ডাকেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। কংগ্রেসের তরফে বৈঠকে উপস্থিত ছিলেন জয়রাম রমেশ এবং মাল্লিকর্জুন খাড়গে আদানি ইস্যুতে এমনিতেই সরব কংগ্রেস। তারমধ্যে ইডি সিবিআই আয়কর দফতরের অতি সক্রিয়তার অভিযোগে সরব কংগ্রেস সহ বিরোধী দলগুলি। তাদের দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গুলিকে কাজে লাগিয়ে রাজনৈতিক দলকে হেনস্থা করছে মোদি সরকার।

আরও পড়ুন -  Potato Price: আলুর সাইজেই দামের রকমফের, দক্ষিণবঙ্গের আলু ছোট! মাথায় হাত

এদিকে, মূল্যবৃদ্ধি, বেকারত্বের মতো সাধারণ মানুষের দৈনন্দিন ইস্যুগুলি নিয়ে সংসদে আলোচনা চায় তৃণমূল। সম্প্রতি দলের সংসদীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জোড়াফুল শিবিরের অ্যাজেন্ডার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, রাজ্যের বকেয়া আদায় করা, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, গ্যাসের দাম বৃদ্ধি, আন্তর্জাতিক সীমান্ত মজবুত করার মতো ইস্যুগুলি। এ ছাড়াও বিভিন্ন আর্থিক কেলেঙ্কারি নিয়ে সংসদে সরব হবে তৃণমূল কংগ্রেস। এ ছাড়াও রয়েছে কেন্দ্রীয় সরকারের এজেন্সি কাজে লাগিয়ে বিরোধী দলের নেতাদের হেনস্থা করার অভিযোগ।

আরও পড়ুন -  Oscar 2023: অস্কারে সেরা মৌলিক সঙ্গীত বিভাগে বাজিমাত ‘নাটু নাটু’-র, এ বছর ভারতে এল দ্বিতীয় অস্কার

সিবিআই, ইডি আয়কর দফতরের মতো এজেন্সি গুলিকে কাজে লাগিয়ে সরকারের সমালোচকদের হেনস্থা করার অভিযোগ উঠেছে মোদি সরকারের বিরুদ্ধে। এবার তা নিয়ে সংসদে আলোচনা চায় তৃণমূল। তৃণমূলের তালিকায় রয়েছে মহিলা সংরক্ষণ বিল। দীর্ঘদিন ধরে বিলটি বকেয়া থাকলেও তা নিয়ে কোনও ফয়সালা হয়নি। ১০ মার্চ দিল্লির যন্তর মন্তরে মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিক্ষোভ প্রদর্শন করবে ভারতীয় রাষ্ট্র সমিতি। ফলে স্বাভাবিকভাবেই তৃণমূলের এই দাবির পক্ষে রয়েছে বি আর এস।

RAJIB CHAKRABORTY

Published by:Debalina Datta
First published:

Tags: Parliament, TMC