#পটনা: বিহারের দ্বারভাঙাতে ঘটল ঠিক এমনটাই ৷ কথায় কথায় বন্দুক চলছে ৷ আর তখন স্টেজের ওপর নানা গানের তাল নতর্কী নেচে যাচ্ছেন ! এই দৃশ্য বিহারে প্রথম নয়, কোনও উৎসব হলেই এটাই প্রায় পরম্পরা হয়ে দাঁড়িয়েছে বিহারের নানা জায়গায় ৷ তবে সম্প্রতি যা ঘটল, তা কিন্তু একেবারে ভাইরাল ৷
ঘটনাটি হল, দ্বারভাঙার গ্রামে ছট পুজো উপলক্ষে আসর বসেছিল ৷ গান-বাজনা চলছিল বেশ রাত অবধি ৷ তখন স্টেজে গানের তালে নাচছেন নতর্কী ৷ হঠাৎই স্টেজের ওপর উঠে পড়লেন এক যুবক ৷ ডান্সারকে জড়িয়ে চুমু খেয়ে ফেললেন !
গোটা কাণ্ডটি মোবাইলে ভিডিও করেছেন কয়েকজন দর্শক ৷ যা পড়ে ভাইরাল হয়েছে ৷ তবে গোটা ব্যাপারটা নিয়ে পুলিশের কাছেও অভিযোগ দায়ের করা হয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।