#নয়াদিল্লি: প্রবল দাবদাহের সময় উপস্থিত আগামী সপ্তাহেই ভারতের একটি বড় অংশে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিল হাওয়া অফিস৷ হাওয়া অফিস জানাচ্ছে, অত্যন্ত বিপজ্জনক ওই তাপপ্রবাহ ভারতের কয়েক লক্ষ মানুষকে বিপদে ফেলবে৷ মৃত্যুও হতে পারে বহু৷ এবং এই তাপপ্রবাহ থেকে বাঁচারও কোনও অবকাশ নেই বলেও স্পষ্ট জানিয়ে দিচ্ছে AccuWeather৷
AccuWeather-এর আবহাওয়াবিদ এরিক লিস্টারের কথায়, 'ভারতের বেশির ভাগ অংশেই তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রির উপর উঠে যাবে৷' এই তীব্র দহন থেকে শুধুমাত্র বাঁচবে উত্তর-পূর্ব ভারতে হিমালয় ঘেঁষা এলাকাগুলি৷ সবচেয়ে খারাপ অবস্থা হবে উপকূল এলাকায়৷ তিনি জানাচ্ছেন, উপকূীলবর্তী অঞ্চলগুলিতে তীব্র গরম ও সঙ্গে তাপপ্রবাহে জেরবার হবে ভারতের মানুষ৷
অ্যাকুওয়েদারের তাপমাত্রা পূর্বাভাস বলছে, তাপমাত্রার পারদ ৪৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে৷ দিল্লিতে আগামী সপ্তাহের শুরুতেই তাপমাত্রা একলাফে ৩৮ ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে৷ দিল্লির উত্তরে বিকেলের পর খানিকটা স্বস্তি মিলবে৷ রাতেও চলবে তাপপ্রবাহ৷
প্রতিবছর ভারতের বিস্তীর্ণ এলাকায় প্রচুর মানুষ মারা যান গরমে৷ তাপপ্রবাহে হাজার হাজার মানুষের মৃত্যু হয়৷
আরও ভিডিও: Video: কলকাতায় জারি থাকবে তাপপ্রবাহ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।