Home /News /national /
এ কী সঙ্গম নাকি নাচ! সাপের 'মিলনের' এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল

এ কী সঙ্গম নাকি নাচ! সাপের 'মিলনের' এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল

গলফ কোর্সে 'নেচে' বেড়াচ্ছে দুটি সাপ।

 • Share this:

  গলফ কোর্সে 'নেচে' বেড়াচ্ছে দুটি সাপ। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভিরাল হয়েছে যা দেখে অবাক হয়েছে নেটিজেনরা। ৩৫ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে ঝোপঝাড়ে, গাছের আড়ালে দু'টি সাপ একে অপরকে পাক খেয়ে চলেছে। এই ভিডিওটি ট্যুইট করেছেন বসুধা বর্মা নামে একজন। ভিডিওটি শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, "গলফ কোর্সের আলো ছায়া মাখা কোণ হয়ে উঠল ডান্স ফ্লোর। প্রকৃতির সৌন্দর্য।" তিনি তাঁর পোস্টে কিছু ভারতীয় বন বিভাগের আধিকারিকদের ট্যাগও করেছেন। ইতিমধ্যেই ভিডিওটি ৯,০০০-এর বেশি ভিউ পেয়েছে। ৩০০-র বেশি কমেন্টও পেয়েছে। সাপের অঙ্গ ভঙ্গি দেখে অনেকেই কমেন্টে লিখেছেন, যে সাপ দুটি যৌন সঙ্গমে লিপ্ত। কেউ আবার মন্তব্য করেছেন যৌন সঙ্গম নয়, নাচ করছিল দুটি সাপ, আবার অনেকে বলেছেন দুটি সাপই পুরুষ। তারা লড়াই করছে। দেখুন ভিডিওটি ...

  কমেন্টে অনেকেই লিখেছেন যে,'ওদের প্রাইভেসি দিন।' কেই আবার লিখেছেন, 'সাপদুটি দুটি লড়াই করছে। যে সাপটি অন্যটি প্রথমে মাটিতে ফেলতে পাড়বে অঞ্চলটি তার।'
  Published by:Ananya Chakraborty
  First published:

  Tags: Snake, Snake dancing, Snake mating, Viral Video

  পরবর্তী খবর